Ajker Patrika

হাইকোর্টের আদেশ অমান্য করে সন্তান নিয়ে অস্ট্রেলিয়া পালালেন বাবা  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২১: ১০
হাইকোর্টের আদেশ অমান্য করে সন্তান নিয়ে অস্ট্রেলিয়া পালালেন বাবা  

সন্তানসহ সানিউর টি আই এম নবীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে বিকেলে আদেশ হলেও সকালেই তিন বছরের সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়া চলে যান তিনি। আজ রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে রাষ্ট্রপক্ষের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে পুলিশ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার জানান, ১৬ নভেম্বর বিকেলে ওই শিশুর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আর পুলিশ জানিয়েছে, ওই দিন সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শিশুকে নিয়ে বাবা অস্ট্রেলিয়া চলে যান। এর আগে এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ আগস্ট হাইকোর্ট ওই শিশুকে মায়ের জিম্মায় দেন। আর বাবা সপ্তাহে তিন দিন শিশুর সঙ্গে সময় কাটাতে পারবেন বলে আদেশে বলা হয়। 

আদালতের নির্দেশের পর শিশুটিকে গুলশান ক্লাবে ভারতীয় বংশোদ্ভূত মায়ের কাছে থাকার ব্যবস্থা করা হয়। এর মধ্যে শিশুটির মায়ের বিরুদ্ধে জিডি করেন বাবা। জিডিমূলে নন এফআইআর মামলাও হয়। পরে কৌশলে শিশুটিকে নিয়ে যান বাবা সানিউর টি আই এম নবী। বিষয়টি গত সোমবার জানালে হাইকোর্ট শিশুটিকে পরদিন সকাল ১০টার মধ্যে আইনজীবীর চেম্বারে হাজির করতে বলেন। কিন্তু শিশুটিকে হাজির না করায় ওই দিন বিদেশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা দেন আদালত। আর গত বুধবার আদালত ওই শিশুকে বাবাসহ ২১ নভেম্বর আদালতে হাজির করতে নির্দেশ দেন।

২০১৭ সালে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে বিয়ে করেন বারিধারার টি আই এম নবী। বিয়ের পর তাঁরা মালয়েশিয়া বসবাস শুরু করেন। কয়েক মাস পর তাঁরা ঢাকায় ফিরে আসেন। এরই মধ্যে ওই দম্পতির এক ছেলের জন্ম দেন। কিন্তু করোনাকালে তাঁদের সম্পর্কের টানাপোড়েনের একপর্যায়ে বিচ্ছেদ হয়। বিষয়টি মেয়েটির স্বজনরা জানতে পেরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেন। সমাধান না হওয়ায় সাদিকার বোন মানবাধিকার সংগঠনের কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে ডিভোর্স দেন নবী। পরে একটি মানবাধিকার সংগঠন বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রিয় জেন-জি সন্তানেরা, আমি শিবপুরীতে—নেপালের সাবেক প্রধানমন্ত্রীর চিঠি

‘ঝামেলার’ আশঙ্কায় হল ছেড়েছেন অনেকে, মেয়েদের চার হলে ভোট শান্তিপূর্ণ

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত