নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনৈতিক কর্মসূচি ও থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে রাজধানী ঢাকা আজ বৃহস্পতিবার অচল হয়ে পড়ে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে যানজট শুরু হয়, যা দুপুরের পর আরও তীব্র রূপ ধারণ করে। স্কুল-কলেজ, অফিসগামী মানুষ সবাইকেই দুর্ভোগ পোহাতে হয়।
বিভিন্ন দলের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কাকরাইল, শাহবাগ, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছু কিছু এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়, ফলে বিকল্প রুটেও তৈরি হয় যানজটের বেসামাল অবস্থা।
এদিকে আজ সকাল ১০টা থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়, যা একপর্যায়ে সড়কজুড়ে পানি জমিয়ে দেয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, মিরপুর, রামপুরা, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ নানা এলাকায় জলাবদ্ধতায় যান চলাচল আরও বিঘ্নিত হয়।
মোহাম্মদপুর থেকে মতিঝিল যাওয়া বেসরকারি চাকরিজীবী শাহীন আলম বলেন, ‘সকাল ৭টায় রওনা হয়ে ১০টায় অফিসে পৌঁছেছি। পথে বৃষ্টি আর জ্যামে একরকম নাজেহাল অবস্থা। প্রতিদিনই কোনো না কোনো কারণে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
যানজটে বাসে অপেক্ষা করতে থাকা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট আর বৃষ্টি মিলিয়ে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কাজ করতে বের হতে বেশ দেরি হয়ে যায়, আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরেও ক্লান্তি চলে আসে। সাধারণ মানুষের এসব ভোগান্তি দেখার কেউ নেই। প্রতিদিন সড়কে কেউ না কেউ পরিকল্পিতভাবে দুর্ভোগ সৃষ্টি করছে। সরকার কী করছে? সাধারণ মানুষকে এ রকম জিম্মি করে সড়কে আন্দোলন চলতে পারে না।’
এদিকে যানজটে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে একটি অ্যাম্বুলেন্স। চালক জানান, ‘ধানমন্ডি থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ আসতেই সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। রোগীর অবস্থা গুরুতর থাকলেও যানজটে কোনোভাবেই এগোনো সম্ভব হয়নি।’
রাজনৈতিক কর্মসূচি ও বৃষ্টিপাত—দুটোর সমন্বয়ে রাজধানীর জনজীবন আবারও দুর্বিষহ হয়ে উঠেছে। নাগরিকেরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘সড়ক জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করার স্থান। রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়, সে বিষয়টি আমাদের সবাইকে বিবেচনায় রাখতে হবে।’
সাইদুর রহমান বলেন, ‘আমাদের পরামর্শ হলো, রাজনৈতিক দল বা কোনো সংগঠন যেন সড়ক অবরোধ বা জনভোগান্তি সৃষ্টি না করে, বরং পার্ক, মাঠ বা নির্ধারিত উন্মুক্ত স্থানে কর্মসূচির আয়োজন করে। এতে একদিকে মতপ্রকাশের অধিকার বজায় থাকবে, অন্যদিকে নাগরিকদের দৈনন্দিন চলাচলে বাধা সৃষ্টি হবে না। গণতান্ত্রিক চর্চা যেন জনদুর্ভোগের কারণ না হয়, সেই দায় আমাদের সবার।’
আজকের পত্রিকার একজন প্রতিবেদক বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৯/এ থেকে বনশ্রী কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। আজকের পত্রিকার কার্যালয়ে আসতে তাঁর প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। তিনি জানান, আজ সকাল থেকে থেমে বৃষ্টি হয়, এতে যানজট তীব্র আকার ধারণ করে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যে কারণে এই কয়েক দিনও দেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রঝড় আবার শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
রাজনৈতিক কর্মসূচি ও থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে রাজধানী ঢাকা আজ বৃহস্পতিবার অচল হয়ে পড়ে। সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে যানজট শুরু হয়, যা দুপুরের পর আরও তীব্র রূপ ধারণ করে। স্কুল-কলেজ, অফিসগামী মানুষ সবাইকেই দুর্ভোগ পোহাতে হয়।
বিভিন্ন দলের পূর্বঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে কাকরাইল, শাহবাগ, প্রেসক্লাবসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কিছু কিছু এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়, ফলে বিকল্প রুটেও তৈরি হয় যানজটের বেসামাল অবস্থা।
এদিকে আজ সকাল ১০টা থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়, যা একপর্যায়ে সড়কজুড়ে পানি জমিয়ে দেয়। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোড, মিরপুর, রামপুরা, মালিবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুরসহ নানা এলাকায় জলাবদ্ধতায় যান চলাচল আরও বিঘ্নিত হয়।
মোহাম্মদপুর থেকে মতিঝিল যাওয়া বেসরকারি চাকরিজীবী শাহীন আলম বলেন, ‘সকাল ৭টায় রওনা হয়ে ১০টায় অফিসে পৌঁছেছি। পথে বৃষ্টি আর জ্যামে একরকম নাজেহাল অবস্থা। প্রতিদিনই কোনো না কোনো কারণে এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।’
যানজটে বাসে অপেক্ষা করতে থাকা মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘যানজট আর বৃষ্টি মিলিয়ে আমাদের খুব সমস্যা হয়ে গেছে। কাজ করতে বের হতে বেশ দেরি হয়ে যায়, আর রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে শরীরেও ক্লান্তি চলে আসে। সাধারণ মানুষের এসব ভোগান্তি দেখার কেউ নেই। প্রতিদিন সড়কে কেউ না কেউ পরিকল্পিতভাবে দুর্ভোগ সৃষ্টি করছে। সরকার কী করছে? সাধারণ মানুষকে এ রকম জিম্মি করে সড়কে আন্দোলন চলতে পারে না।’
এদিকে যানজটে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে একটি অ্যাম্বুলেন্স। চালক জানান, ‘ধানমন্ডি থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ আসতেই সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। রোগীর অবস্থা গুরুতর থাকলেও যানজটে কোনোভাবেই এগোনো সম্ভব হয়নি।’
রাজনৈতিক কর্মসূচি ও বৃষ্টিপাত—দুটোর সমন্বয়ে রাজধানীর জনজীবন আবারও দুর্বিষহ হয়ে উঠেছে। নাগরিকেরা এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে কার্যকর ও টেকসই সমাধানের দাবি জানিয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, ‘সড়ক জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করার স্থান। রাজনৈতিক কর্মসূচি গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন সাধারণ মানুষের দুর্ভোগের কারণ না হয়, সে বিষয়টি আমাদের সবাইকে বিবেচনায় রাখতে হবে।’
সাইদুর রহমান বলেন, ‘আমাদের পরামর্শ হলো, রাজনৈতিক দল বা কোনো সংগঠন যেন সড়ক অবরোধ বা জনভোগান্তি সৃষ্টি না করে, বরং পার্ক, মাঠ বা নির্ধারিত উন্মুক্ত স্থানে কর্মসূচির আয়োজন করে। এতে একদিকে মতপ্রকাশের অধিকার বজায় থাকবে, অন্যদিকে নাগরিকদের দৈনন্দিন চলাচলে বাধা সৃষ্টি হবে না। গণতান্ত্রিক চর্চা যেন জনদুর্ভোগের কারণ না হয়, সেই দায় আমাদের সবার।’
আজকের পত্রিকার একজন প্রতিবেদক বেলা দেড়টার দিকে ধানমন্ডির ৯/এ থেকে বনশ্রী কার্যালয়ের উদ্দেশে রওনা দেন। আজকের পত্রিকার কার্যালয়ে আসতে তাঁর প্রায় ৩ ঘণ্টা সময় লেগেছে। তিনি জানান, আজ সকাল থেকে থেমে বৃষ্টি হয়, এতে যানজট তীব্র আকার ধারণ করে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুদিনের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। যে কারণে এই কয়েক দিনও দেশের উপকূলসহ বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রঝড় আবার শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেয়েছে। নাব্যতা-সংকট দূর হওয়ায় দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে এই রুটে ফেরি চলাচল শুরু হয়।
৪৩ মিনিট আগেকোনো তদবির বা ঘুষ ছাড়াই মাত্র ১২০ টাকা খরচ করে শারীরিক ও মেধাগত যোগ্যতার ভিত্তিতে গাজীপুর জেলায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন ৪৭ জন বেকার নারী-পুরুষ। তাঁদের মধ্যে ৪১ জন পুরুষ ও ৬ জন নারী। অপেক্ষমাণ তালিকায় রয়েছেন আরও ৯ জন। উত্তীর্ণদের মধ্যে ইলেকট্রিক টেকনিশিয়ান ও চা দোকানিও রয়েছেন।
৪৪ মিনিট আগেময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে নূরনবী হক জিসান (২৬) নামে ডাকাতির প্রস্তুতি মামলার এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেচুয়াডাঙ্গায় এক যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সেই সঙ্গে বাদীকে দোষী সাব্যস্ত করে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এই রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে