Ajker Patrika

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (মেট্রোর ওপরে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৬টা ৫৫ মিনিটে ত্রুটি সারিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।’

এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন বন্ধ হওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসে করে যাতায়াত করছেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারিকুল ইসলাম নামের এক মেট্রোর যাত্রী লিখেছেন, ‘কারওয়ান বাজার স্টেশনে ৪৫ মিনিট আটকে আছি। হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। জানি না কখন ছাড়বে। কখন চালু হবে সেটা কেউ বলতে পারে না। গরমে ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করা বেশ কঠিন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত