Ajker Patrika

২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

মতিঝিল থেকে উত্তরা রুটে মেট্রোরেল চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারও স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টার পর থেকে বিদ্যুৎ সরবরাহে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬)-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী আজকের পত্রিকাকে বলেন, ‘ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (মেট্রোর ওপরে থাকা বিদ্যুৎ সরবরাহ লাইন) ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে কিছু সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়। বিকেল ৬টা ৫৫ মিনিটে ত্রুটি সারিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।’

এদিকে হঠাৎ করে মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটে যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। ট্রেন বন্ধ হওয়ায় অনেকে বিকল্প ব্যবস্থা হিসেবে বাসে করে যাতায়াত করছেন। এ সময় অনেক যাত্রীকে স্টেশনে অপেক্ষা করতে দেখা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারিকুল ইসলাম নামের এক মেট্রোর যাত্রী লিখেছেন, ‘কারওয়ান বাজার স্টেশনে ৪৫ মিনিট আটকে আছি। হঠাৎ মেট্রো চলাচল বন্ধ হয়ে গেছে। জানি না কখন ছাড়বে। কখন চালু হবে সেটা কেউ বলতে পারে না। গরমে ভেতরে দাঁড়িয়ে অপেক্ষা করা বেশ কঠিন। এতে অনেক যাত্রী ভোগান্তিতে পড়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত