Ajker Patrika

মোহাম্মদপুরে দুই দিনে গ্রেপ্তার ৫১, ঢাকা উদ্যানে অস্থায়ী সেনা ক্যাম্প

অনলাইন ডেস্ক
ঢাকা উদ্যানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
ঢাকা উদ্যানে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান পরিচালনা করছে যৌথবাহিনী। অভিযানে গত দুই দিনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ঢাকা উদ্যান এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপন করা হয়েছে। জোরদার করা হয়েছে সেনা, র‍্যাব ও পুলিশের টহল।

আজ রোববার দুপুরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালায় সেনা, র‍্যাব ও পুলিশের সমন্বয় যৌথবাহিনীর সদস্যরা। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুর, নবোদয় হাউজিং, চন্দ্রিমা উদ্যান, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, একতা হাউজিং ও নবী নগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। তাঁদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। গত দুই দিনে এ নিয়ে ৫১ জনকে গ্রেপ্তার করল যৌথবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
আজ রোববার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

এ বিষয়ে মোহাম্মদপুর বসিলার সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের সেনা কর্মকর্তা ও ২৩ ইস্ট বেঙ্গল উপ-অধিনায়ক মেজর নাজিম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই, কোথাও সন্ত্রাসী কার্যক্রম ঘটলে, সেনাবাহিনীকে তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

মেজর নাজিম বলেন, ‘ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান ও বিভিন্ন হাউজিং সোসাইটিতে ছিনতাইকারী, ডাকাত দলের সদস্য, চাঁদাবাজি, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গতকাল রাতে ৪৫ জন এবং আজ রোববার জেনেভা ক্যাম্প থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

গত দুই সপ্তাহ ধরে মোহাম্মদপুরে ছিনতাই, ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় ওই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত শুক্রবার বসিলায় একটি সুপারশপে ডাকাতির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ঘটনার প্রধান অভিযুক্ত ও মামলার প্রধান আসামি মো. আসলাম ওরফে রুবেল ওরফে আলমকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

সেনা কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে ২৭-২৮টি কিশোর গ্যাং চিহ্নিত করা হয়েছে। জেনেভা ক্যাম্পে এ পর্যন্ত ছয় বার অভিযান হয়েছে। সেখান থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত যত গ্রেপ্তার হয়েছে এর ৩০ শতাংশ জেনেভা ক্যাম্পের।

মোহাম্মদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
মোহাম্মদপুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

ওই এলাকা থেকে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পর এখন পর্যন্ত দুই শতাধিক অপরাধীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১৮টি আগ্নেয়াস্ত্র, ২৬১ রাউন্ড গুলি, ১৯ রকমের মাদক, একটি গ্রেনেড ও ৮০টি দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকা উদ্যানে একটি অস্থায়ী ক্যাম্প করেছে সেনাবাহিনী। মনির মার্কেটের পাশে এই ক্যাম্প বসানো হয়েছে। এই ক্যাম্প থেকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন সবগুলো হাউজিংয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার আলী বলেন, ‘মোহাম্মদপুরে নাগরিক সমাজ ও শিক্ষার্থীদের নিয়ে অপরাধ দমনে যৌথবাহিনী কাজ করছে। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত