Ajker Patrika

ইজিবাইক অপসারণের নির্দেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৫
ইজিবাইক অপসারণের নির্দেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

সারা দেশে অবৈধ ইজিবাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মনে করি রুল শুনানির আগেই এসব অপসরাণ করা ঠিক হবে না। তাই অন্তবর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এর আগে ১৫ ডিসেম্বর অবৈধ ইজিবাইক চিহ্নিত করে অপসারণের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। পাশাপাশি এসব ইজিবাইক আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দেন আদালত। এছাড়া অবৈধ থ্রি হুইলার ইজিবাইক আমদানি থেকে বিরত থাকা এবং তৈরি বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়। 

শিল্পসচিব, সড়ক পরিবহন ও সেতুসচিব, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সচিব, বিআরটিএ, এনবিআর ও পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ১৩ ডিসেম্বর রিট দায়ের করেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জসিমুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত