নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনার ঊর্ধ্বগতিতে দেশে বাড়ছে ভারতীয় ডেল্টা ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে রাজধানীর দুই–তৃতীয়াংশই এই ধরনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
আইসিডিডিআরবি জানিয়েছে, মে মাসের শেষের দিকে এবং জুনের প্রথম দিকে রাজধানীর ৬০ জনের নমুনা সিকুয়েন্স করে ৪০ জনের বেশি শরীরে ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে। যা প্রায় ৬৮ শতাংশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে ২ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করে আইসিডিডিবিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাদের ডেল্টা ধরন পাওয়া গেছে প্রত্যেকই ঢাকায় বসবাস করেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এ ব্যাপারে জানতে আইইডিসিআরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি, তবে এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিনা।
সীমান্তে নিষেধাজ্ঞার পরও স্থল যোগাযোগ পুরোপুরি বন্ধ না হওয়ায় সম্প্রতি দেশে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় বা ডেল্টা ধরন। এরই মধ্যে সংক্রমণের ৮০ শতাংশই এই ধরন বলছে গবেষণা। পাশাপাশি দেশে আরও একটি অজানা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত ৮ মে যশোরে প্রথম ভারত ফেরত দুজনের শরীরে এই ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে কয়েক দফা পরীক্ষায় গত মাসের শেষ নাগাদ ভারতসহ ব্রিটেন, আফ্রিকা ও নাইজেরিয়ার ধরনে ভুগছেন এমন রোগীর সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। নতুন করে ৪০ জন যোগ হওয়ায় যা আড়াই ছুঁয়েছে।
ঢাকা: করোনার ঊর্ধ্বগতিতে দেশে বাড়ছে ভারতীয় ডেল্টা ধরনে আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে রাজধানীর দুই–তৃতীয়াংশই এই ধরনে আক্রান্ত বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
আইসিডিডিআরবি জানিয়েছে, মে মাসের শেষের দিকে এবং জুনের প্রথম দিকে রাজধানীর ৬০ জনের নমুনা সিকুয়েন্স করে ৪০ জনের বেশি শরীরে ডেল্টা ধরনের উপস্থিতি পাওয়া গেছে। যা প্রায় ৬৮ শতাংশ। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার ধরন শনাক্ত হয়েছে ২ শতাংশ।
বিষয়টি নিশ্চিত করে আইসিডিডিবিআরবির মিডিয়া ম্যানেজার এ কে এম তারিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, যাদের ডেল্টা ধরন পাওয়া গেছে প্রত্যেকই ঢাকায় বসবাস করেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
এ ব্যাপারে জানতে আইইডিসিআরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি, তবে এখনো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানিনা।
সীমান্তে নিষেধাজ্ঞার পরও স্থল যোগাযোগ পুরোপুরি বন্ধ না হওয়ায় সম্প্রতি দেশে ভয়াবহ রূপ নিয়েছে ভারতীয় বা ডেল্টা ধরন। এরই মধ্যে সংক্রমণের ৮০ শতাংশই এই ধরন বলছে গবেষণা। পাশাপাশি দেশে আরও একটি অজানা ধরনের অস্তিত্ব পাওয়া গেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এর আগে গত ৮ মে যশোরে প্রথম ভারত ফেরত দুজনের শরীরে এই ধরনে আক্রান্ত রোগী শনাক্ত হয়। পরে কয়েক দফা পরীক্ষায় গত মাসের শেষ নাগাদ ভারতসহ ব্রিটেন, আফ্রিকা ও নাইজেরিয়ার ধরনে ভুগছেন এমন রোগীর সংখ্যা বেড়ে ২০০ ছাড়িয়ে যায়। নতুন করে ৪০ জন যোগ হওয়ায় যা আড়াই ছুঁয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৭ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে