Ajker Patrika

আইস ও অস্ত্রসহ গ্রেপ্তার দুজন ৯ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইস ও অস্ত্রসহ গ্রেপ্তার দুজন ৯ দিনের রিমান্ডে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক ক্রিস্টাল মেথ বা আইসের সবচেয়ে বড় চালান ও অস্ত্রসহ গ্রেপ্তার দুজনকে ৯ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত পৃথক পৃথক আদেশে এই রিমান্ড মঞ্জুর করেন। 

দুই আসামি হচ্ছেন খোকন ও মোহাম্মদ রফিক। মাদক ও অস্ত্র আইনে দায়ের করা পৃথক দুই মামলায় প্রত্যেকের ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদনসহ এই দুজনকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও মহানগর হাকিম মোরশেদ আল মামুন অস্ত্র মামলায় চার দিন রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে শনিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে আইস সিন্ডিকেটের মূল হোতা খোকন ও সহযোগী রফিককে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। 

র‍্যাব জানায় এখন পর্যন্ত দেশে জব্দ করা এটিই আইসের সবচেয়ে বড় চালান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করে র‍্যাব। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত