Ajker Patrika

ইসলামবাগে ট্রান্সমিটার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক
ইসলামবাগে ট্রান্সমিটার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

ঢাকা: রাজধানীর ইসলামবাগের আলিরঘাট এলাকায় ট্রান্সমিটার বিস্ফোরণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে মারুফ হোসেন (২০) নামের একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও দুজন দগ্ধসহ মোট ৪ জন আহত হয়েছেন। দগ্ধ দুজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং আহতদের মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে আলিরঘাট বেড়িবাঁধে এই দুর্ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের লালবাগ স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুল হাসান জানান, রাতে বৃষ্টির সময় আলিরঘাট বেড়িবাঁধের ওপর রাস্তার পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বিস্ফোরণে তার ছিঁড়ে একটি ট্রাক ও বাইসাইকেলের ওপর পরে। এতে মোট ৫ জন দগ্ধ ও আহত হয়। তাদের প্রথমে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দগ্ধ ৩ জনকে বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়। এর মধ্যে মারুফ নামে একজন মারা গেছেন। 

মৃত মারুফের খালাতো ভাই কাউসার আহমেদ জানান, তাঁরা কামরাঙ্গীরচর খলিফাঘাটে থাকেন। মারুফ তাঁর মামার বাইসাইকেল নিয়ে বৃষ্টির সময় বেড়িবাঁধ দিয়ে যাওয়ার পথে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। খবর পেয়ে তাদের মিটফোর্ড হাসপাতাল থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে মারুফকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মারুফের বাবার নাম আমির হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত