Ajker Patrika

আগুনে পুড়ল ঘর, স্বামী–স্ত্রীর পাল্টাপাল্টি অভিযোগ

স্বামী–স্ত্রীর কলহে পুড়ে গেছে ঘর। ছবি: আজকের পত্রিকা
স্বামী–স্ত্রীর কলহে পুড়ে গেছে ঘর। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে দাম্পত্য কলহের জেরে বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুন লাগানোর বিষয়ে পরস্পর–বিরোধী বক্তব্য দিয়েছেন স্বামী–স্ত্রী। স্বামী বলছেন, স্ত্রী আগুন দিয়েছেন। আর স্ত্রী দোষ দিচ্ছেন স্বামীকে।

আজ শনিবার দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আব্দুস শহীদ উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মো. ফজলুল হকের ছেলে।

আব্দুস শহীদের স্ত্রী মোর্শেদা খাতুন বলেন, ‘আমার স্বামী একজন মাদকাসক্ত। তার অত্যাচারে আমি, আমার সন্তানেরা অতিষ্ঠ। আমি স্বামীর অত্যাচার থেকে মুক্তি চাই। মাদকের টাকা না পেলেই আমার ওপর অত্যাচার নির্যাতন করে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। আজ মাদকের টাকা না পেয়ে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে আগুন দেয়। বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।’

তবে আব্দুস শহীদ বলেন, ‘আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে।’

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, আব্দুস শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন বাড়ির মালিক শহীদ জানিয়েছেন, তাঁর স্ত্রী মোর্শেদা বাড়িতে আগুন দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত