সাভার (ঢাকা) প্রতিনিধি
৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকের কারবার আর করবেন না বলে ‘তওবা’ করেন সেই মাদক কারবারি।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত জালাল উদ্দীন মিরপুরের ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের কারবার করছিলেন। তাঁর চালের ব্যবসাও রয়েছে।
ডিবি পুলিশের এসআই জহির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় জালাল উদ্দীন বাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা বের করে দেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত মাদক কারবারি জালাল উদ্দীন বলেন, ‘আমি যদি এবার ভালোভাবে বের হয়ে আসি, তাহলে আমি আর কোনো দিন এই ব্যবসা করব না। আমি আমার স্ত্রী-সন্তানের সঙ্গে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি, আর এই ব্যবসা করব না।’
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি।’
৬ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁকে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাদকের কারবার আর করবেন না বলে ‘তওবা’ করেন সেই মাদক কারবারি।
আজ বৃহস্পতিবার দুপুরে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে গতকাল বুধবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেপ্তারকৃত জালাল উদ্দীন মিরপুরের ভাষানটেক এলাকার মৃত শামসুল হকের ছেলে। তিনি প্রায় দেড় বছর ধরে সাভারের কাউন্দিয়া এলাকায় বসবাস করে পাইকারি মাদকের কারবার করছিলেন। তাঁর চালের ব্যবসাও রয়েছে।
ডিবি পুলিশের এসআই জহির বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান পরিচালনা করেছি। এ সময় জালাল উদ্দীন বাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা বের করে দেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে সাভার মডেল থানায় মামলা দায়ের করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।’
সংবাদ সম্মেলনে গ্রেপ্তারকৃত মাদক কারবারি জালাল উদ্দীন বলেন, ‘আমি যদি এবার ভালোভাবে বের হয়ে আসি, তাহলে আমি আর কোনো দিন এই ব্যবসা করব না। আমি আমার স্ত্রী-সন্তানের সঙ্গে আগের জীবনে ফিরে যাব। আমি তওবা করছি, আর এই ব্যবসা করব না।’
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘অভিযান পরিচালনা করে ৬ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি।’
কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
৩২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৮ ঘণ্টা আগে