Ajker Patrika

বাস চাপায় শিক্ষার্থী নিহত: ভিক্টর পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ২৩: ০৩
বাস চাপায় শিক্ষার্থী নিহত: ভিক্টর পরিবহনের চালক ও হেলপারের বিরুদ্ধে চার্জশিট

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানার মৃত্যুর ঘটনায় করা মামলায় ভিক্টর পরিবহনের চালক আরিফুল ইসলাম ও হেলপার আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেছে পুলিশ। 

আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই আল ইমাম রাজন।

আদালতে ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের দুটি ধারায় এই চার্জশিট দাখিল করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আদালতে এ চার্জশিট উপস্থাপন করা হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় লিটন নামে ভিক্টর পরিবহনের আরেক চালককে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। 

গত ২২ জানুয়ারি দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন নাদিয়া। রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের রাস্তায় ওই মোটরসাইকেলকে ভিক্টর পরিবহনের একটি বাস আঘাত করে। নাদিয়া মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গেলে তার ওপর দিয়ে বাস চালিয়ে যায় বাসের চালক। এতে ঘটনাস্থলেই মারা যান নাদিয়া। এ ঘটনায় তার বন্ধু অক্ষত রয়েছেন। 

এর মাত্র দুই সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটিতে ফার্মেসি বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন নাদিয়া। ঘটনার দিন রাতে ভাটারা থানায় বাসের অজ্ঞাতপরিচয় চালক ও হেলপারকে আসামি করে মামলা করেন নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম। ঘটনার সময় বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত