জবি প্রতিনিধি
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মির্জা গালিব বলেন, ‘একজন ভালো ছাত্রকে একজন ভালো শিক্ষকের সাথে বটতলায় বসালেও সেখানে শিক্ষা হবে। মানুষকে তাঁর নৈতিকতার বিষয় থেকে কখনই দূরে সরানো যাবে না। নৈতিকতার সবচেয়ে বড় উৎস হলো ধর্ম। পশ্চিমারা দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতোও হতে পারিনি, আবার নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছি।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মির্জা গালিব এ সময় বলেন, ‘নিজের মস্তিষ্ককে কোনো ছোট স্বার্থের জন্য আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমাদের শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা খাতে বরাদ্দ কম। আমাদের ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো-আমরা দীর্ঘমেয়াদি বড় জাতীয় সমস্যা সমাধান না করে স্বল্পমেয়াদি ব্যক্তিগত সমস্যা নিয়ে পরে থাকি।’
সেমিনারে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘বিগত সরকারের আমলে যোগ্যদের মূল্যায়ন করা হতো না। যেই কারণে ইসলাম শিক্ষা বিভাগে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, সে কোরআন পর্যন্ত পড়তেও জানত না। এখন সময় এসেছে দলমত-নির্বিশেষে সত্যিকারের মেধাবীকে মূল্যায়ন করার।’
আইআরডিসির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা এটি প্রতিষ্ঠা করেছি যেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম বৃদ্ধি করতে পারি। একটা জাতির উন্নয়নের জন্য গবেষণা আবশ্যক, আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ এগিয়ে নিতে চাই। প্রত্যেক শিক্ষার্থী এখানে গবেষণা কর্ম করতে পারবে।’
সেমিনারে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসাইনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ সালেহ আহম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক।
হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মির্জা গালিব বলেন, ‘একজন ভালো ছাত্রকে একজন ভালো শিক্ষকের সাথে বটতলায় বসালেও সেখানে শিক্ষা হবে। মানুষকে তাঁর নৈতিকতার বিষয় থেকে কখনই দূরে সরানো যাবে না। নৈতিকতার সবচেয়ে বড় উৎস হলো ধর্ম। পশ্চিমারা দর্শন নিয়ে গবেষণা করতে গিয়ে ধর্ম থেকে দূরে সরে গিয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করতে গিয়ে তাদের মতোও হতে পারিনি, আবার নিজেদের সংস্কৃতি থেকে দূরে সরে গিয়েছি।’
আজ বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইনডিসিপ্লিনারি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি) কর্তৃক আয়োজিত এক সেমিনারের আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
মির্জা গালিব এ সময় বলেন, ‘নিজের মস্তিষ্ককে কোনো ছোট স্বার্থের জন্য আরেকজনের কাছে বিক্রি করে দেওয়া যাবে না। আমাদের শিক্ষায় সবচেয়ে বড় সমস্যা হলো শিক্ষা খাতে বরাদ্দ কম। আমাদের ছাত্র এবং শিক্ষকের সবচেয়ে বড় রাজনৈতিক এজেন্ডা হওয়া উচিত শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধিতে কাজ করা। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো-আমরা দীর্ঘমেয়াদি বড় জাতীয় সমস্যা সমাধান না করে স্বল্পমেয়াদি ব্যক্তিগত সমস্যা নিয়ে পরে থাকি।’
সেমিনারে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, ‘বিগত সরকারের আমলে যোগ্যদের মূল্যায়ন করা হতো না। যেই কারণে ইসলাম শিক্ষা বিভাগে যে শিক্ষককে নিয়োগ দেওয়া হয়, সে কোরআন পর্যন্ত পড়তেও জানত না। এখন সময় এসেছে দলমত-নির্বিশেষে সত্যিকারের মেধাবীকে মূল্যায়ন করার।’
আইআরডিসির সভাপতি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, ‘আমরা এটি প্রতিষ্ঠা করেছি যেন বিশ্ববিদ্যালয়ে গবেষণা কর্ম বৃদ্ধি করতে পারি। একটা জাতির উন্নয়নের জন্য গবেষণা আবশ্যক, আমার আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ এগিয়ে নিতে চাই। প্রত্যেক শিক্ষার্থী এখানে গবেষণা কর্ম করতে পারবে।’
সেমিনারে ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. বিলাল হোসাইনের সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ সালেহ আহম্মদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবু লায়েক।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৭ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৭ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
১০ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১১ ঘণ্টা আগে