Ajker Patrika

মৎস্য ভবন মোড় অবরোধ করে ইশরাক সমর্থকদের বিক্ষোভ, সুপ্রিম কোর্টে বাড়তি নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ মে ২০২৫, ১১: ৪০
মৎস্য ভবন মোড়ে বিএনপি সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা।
মৎস্য ভবন মোড়ে বিএনপি সমর্থকেরা। ছবি: আজকের পত্রিকা।

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ আজ বৃহস্পতিবার। এ আদেশ ঘিরে সুপ্রিম কোর্টে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রতিটি প্রবেশদ্বারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে মৎস্য ভবন মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকেরা।

গতকাল বুধবার শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন নির্ধারণ করেন বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

এর আগে, মো. মামুনুর রশিদ নামে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট প্রকাশ নিয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। নোটিশে সাড়া না পাওয়ায় গত ১৩ মে হাইকোর্টে রিট দায়ের করা হয়। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবারও দীর্ঘক্ষণ এই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য রুল এবং স্থিতাবস্থা দেব। আমরা সবাইকে শুনতে চাই।’

ব্যারিস্টার কায়সার কামাল রিট আবেদনকারীর আইনগত এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আবেদনকারীর আইনগত এখতিয়ার নেই। তিনি সেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন না। এখানে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’

তবে আদালত বলেন, ‘আমরা তো স্বতঃপ্রণোদিত হয়েও দিতে পারি।’ কায়সার কামাল তখন বলেন, ‘আমাদের হ্যাম্পার হবে।’ আদালত পাল্টা জবাব দেন, ‘হ্যাম্পার হবে না।’

রিটকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘এটাতে স্বতঃপ্রণোদিত হয়ে রুল দেওয়া উচিত। আমরা নির্বাচনী ট্রাইব্যুনালের ভুলগুলো দেখিয়েছি। আবেদনকারীর আইনগত অধিকার আছে সেটাও দেখিয়েছি।’

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘যখন তাপস বসেছে তখন তো আসা উচিত ছিল। গত কয়েক দিন ধরে ঢাকা শহর ব্লকড। ইশরাকের পক্ষে হাজার হাজার জনগণ আন্দোলন করছে। আর আবেদনকারীর পক্ষে ১০ জন লোকও তো নেই।’ তিনি আরও যোগ করেন, ‘নির্বাচনী ট্রাইব্যুনালের মামলায় স্বতঃপ্রণোদিত রুলের কোনো নজির নেই। এটা হলে প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ হবে। গেজেটের পর শপথ পড়াতে হবে। এটা আইন।’

সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা।
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা।

কায়সার কামাল বলেন, ‘অতীতের কোর্ট রাজনৈতিকভাবে ব্যবহার হয়েছে। এটা হাইলি পলিটিক্যালি মোটিভেটেড। এই সময়ে এ বিষয়ে রুল দেওয়া কতটা যৌক্তিক হবে? প্রশ্ন উঠবে অতীতের কোনো নির্বাচনে কেন স্বতঃপ্রণোদিত আদেশ দেয়নি। এটাতে রুল হলে মানুষ ভাববে ৫ আগস্টের আগের ধারাবাহিকতা এখনো বিচার বিভাগ থেকে যায়নি।’

আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, ‘গত সরকারের পতনের পরপরই বর্তমান সরকার ১২ সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করেছে। নির্বাচনী ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের স্পিরিটকে বাইপাস করে একটা অকার্যকর মামলায় রায় দিয়েছে।’

মাহবুব উদ্দিন খোকন তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, ‘আমি গত সরকারের সময় সংসদ নির্বাচন করতে গেলে ওসি আমাকে গুলি করেছিল। তখন তো কোর্ট স্বতঃপ্রণোদিত আদেশ দেয়নি। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ক্যানসারের রোগী বানিয়ে দেশছাড়া করেছে। তখন তো কোর্ট স্বতঃপ্রণোদিত আদেশ দেয়নি।’

এর আগে রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে দুই ব্যক্তি আইনি নোটিশ পাঠিয়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করার কথা জানান। নোটিশে গেজেট প্রকাশ এবং ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছিল। তবে নোটিশ পাওয়ার পরই দ্রুত রাতে গেজেট প্রকাশ করা হয়।

নোটিশের বিষয়ে ওই সময় আইনজীবী বলেছিলেন, যথাযথ প্রক্রিয়া না মেনে দ্রুত রায়টি দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এমন কোনো আদেশ দিতে পারেন না, যে আদেশের কোনো কার্যকারিতা নেই, কারণ মেয়াদ শেষ হয়ে গেছে। এ ছাড়া অধ্যাদেশের মাধ্যমে মেয়র পদ শূন্য করে দেওয়া হয়েছে।

পরে মামুনুর রশিদ হাইকোর্টে রিট করেন। রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ২৭ এপ্রিলের গেজেট কেন বেআইনি হবে না এবং ইশরাক হোসেনের শপথ পরিচালনা থেকে বিরত রাখার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়। এ ছাড়া রুল বিবেচনাধীন থাকা অবস্থায় রায় ও গেজেটের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত