Ajker Patrika

মেডিকেল কলেজের ছাত্রকে গুলি করা ডা. রায়হান ছাত্রলীগ করতেন, আচরণ ছিল উগ্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১: ৪০
মেডিকেল কলেজের ছাত্রকে গুলি করা ডা. রায়হান ছাত্রলীগ করতেন, আচরণ ছিল উগ্র

ছাত্রকে গুলি করা সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের প্রভাষক ডা. রায়হান শরিফ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার আচরণ ছিল উগ্র। রায়হান রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে তাঁর একাধিক সিনিয়র ভাই (ছাত্রলীগ নেতা) আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।  

ডা. রায়হান শরিফ সোমবার বেলা ৩টার দিকে মেডিকেল কলেজের শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে গুলি করেন। শিক্ষার্থীর অপরাধ মৌখিক পরীক্ষার বিষয়ে দ্বিমত পোষণ। পরে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। আর ডা. রায়হান শরিফকে আটক করে পুলিশ। 

ওই সময়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত একাধিক ছাত্রলীগনেতা আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রজীবনে রায়হান শরিফ নানা কারণে আলোচিত ছিলেন। তার বিরুদ্ধে ছিল মাদক সেবনের অভিযোগ। নিজের প্রভাব বিস্তারে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করা, মতের অমিল হলে হলের কক্ষে আগুন লাগিয়ে দেওয়া, এমনকি দ্বিমত পোষণ করলে সহপাঠীদের গায়ে হাত দিতেন তিনি।’ 

ছাত্রলীগের পদে থাকার কারণে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তার এসব কর্মকাণ্ডের জন্য পরবর্তীতে তাকে গুরুত্বপূর্ণ পদে দেওয়া হয়নি। এমনকি বিসিএস শেষে ফাউন্ডেশন ট্রেনিংয়েও তিনি অস্ত্র নিয়ে প্রবেশ করেন। 

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এমন আচরণের জন্য স্ত্রীর সঙ্গেও ছাড়াছাড়ি হয়েছে এই চিকিৎসকের। 

শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানা গেছে, ডা. রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের ভয়ভীতি দেখান। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। ক্লাস চলাকালে প্রায়ই তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন। 

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্লাস চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে বিনা কারণে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পায়ে গুলি করেন।’ এ ঘটনার বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বলেও জানান তিনি। 

শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় মেডিকেল কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি না জেনে কিছু বলা যাচ্ছে না।’ 

রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক একজন সভাপতি বলেন, ‘ছাত্রজীবনে রায়হান মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।’

রায়হান শরিফ রাজশাহী মেডিকেল কলেজের ৫২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ৩৯তম বিসিএস (বিশেষ বিসিএস) দিয়ে তিনি ২০২২ সালে সার্জন হিসেবে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে যোগদান করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত