Ajker Patrika

প্রধান ফটকের তালা খুলে বের হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা 
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৭: ৩১
প্রধান ফটকের তালা খুলে বের হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিল নিয়ে প্রধান ফটকের তালা খুলে বের হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের গেটের তালা ভেঙে ফেলেন শিক্ষার্থীরা। পরে শাঁখারী বাজার মোড়, সিএমএম কোর্টের সামনে ও তাঁতীবাজার মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়। 

আন্দোলনরত কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাঁদের ক্যাম্পাস থেকে বের না হতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা তাঁদের দাবি আদায় না হওয়া পর্যন্ত যেকোনো মূল্যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা জোর করে গেট খুলে বের হয়ে গিয়েছে। আমাদের ক্যাম্পাসে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারা সরে গেছে এই আন্দোলন থেকে। পরে ৬০০-৭০০ সাধারণ শিক্ষার্থী জোর করে বের হয়ে ভিক্টোরিয়া পার্কের সামনে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে ২০০-৩০০ জন পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হওয়ার খবর পেয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত