Ajker Patrika

থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফটকে পুলিশের অবস্থান

জবি সংবাদদাতা 
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২: ৪৪
থমথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ফটকে পুলিশের অবস্থান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা নতুন কর্মসূচি সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ থাকার কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছে পুলিশ।

সরেজমিনে দেখা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে। সাধারণ মানুষের প্রবেশাধিকারও সংরক্ষিত করা হয়েছে। প্রধান ফটকে প্রচুর পরিমাণে পুলিশ অবস্থান নিয়েছে। এ ছাড়া বাহাদুর শাহ পার্কেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। সাঁজোয়া যানও এনে রাখা হয়েছে।

সম্পূর্ণ ক্যাম্পাসে প্রক্টরিয়াল বডির সদস্য ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া আর কেউ নেই বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আজ শিক্ষার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে।’

এদিকে, আজ বৃহস্পতিবার সকালেও হল ছেড়েছেন বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা। হল প্রভোস্ট দীপিকা রাণী সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজও কিছু কিছু শিক্ষার্থী হল ত্যাগ করেছেন। কিছু শিক্ষার্থী হলে এখনো রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত