Ajker Patrika

জামিন না দিলেও স্থগিতাদেশ, হাইকোর্টের বিস্ময় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২০: ৪৫
জামিন না দিলেও স্থগিতাদেশ, হাইকোর্টের বিস্ময় প্রকাশ

মাদকের এক মামলায় আসামিকে জামিন দেননি হাইকোর্ট। অথচ জামিন হয়েছে ভেবে সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছে রাষ্ট্রপক্ষ। চেম্বার বিচারপতি দিয়েছেন স্থগিতাদেশও। রাষ্ট্রপক্ষের এমন ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। 

বিষয়টি নজরে আসার পর আজ বৃহস্পতিবার ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদকে ডেকে কথা বলেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। 

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের উদ্দেশে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, ‘ইমরান বনাম রাষ্ট্র’ মামলায় আমরা তো আসামিকে জামিন দেইনি। অথচ আপিল বিভাগ থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। অ্যাটর্নি জেনারেলকে কিভাবে ভুল তথ্য দিলেন? এখানে অ্যাটর্নি জেনারেলের কোন দায় দেখছি না। 

এ পর্যায়ে সাইফুদ্দিন খালেদ বলেন, ‘কার্যতালিকার পূর্বের মামলার জামিন আদেশের বিষয়টি ভুল করে এই মামলায় মার্ক করেছি। এটি আমার ভুল হয়েছে।’

জানা গেছে, কক্সবাজারের মাদকের এক মামলায় হাইকোর্টে জামিন চান মো. এমরান নামে এক আসামি। গত ১১ মার্চ আসামির জামিন আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের এই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে ওইদিন শুনানি ও আদেশ হয়নি। কিন্তু এই আসামির জামিন হয়েছে মর্মে অ্যাটর্নি জেনারেলকে নোট দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। রাষ্ট্রপক্ষের আবেদনে ১৪ মার্চ ওই জামিন স্থগিত করেন চেম্বার আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত