নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে।
শুধু তাঁরাই নন। রাজধানীর রমনা পার্কে এমন অনেকে শিশুসন্তানদের নিয়ে আজ শনিবার ঈদের তৃতীয় দিনে বেড়াতে আসেন।
সরেজমিন দেখা গেছে, রমনার শিশু কর্নারে ৫ থেকে ১০ বছর বয়সী অনেকেই মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছে। এ সময় বিভিন্ন রাইডে নিজের মতো করে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় তাদের। সঙ্গে আসা অভিভাবকেরা তাদের দেখভাল করছেন সেখানে।
রামপুরা থেকে আসা শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তো বাচ্চারা সময় পায় না। আমরাও কাজে ব্যস্ত থাকি। এখন দুপুর বেলায় অনেক গরম পড়ছে। কিন্তু ঈদের এই সময়টা তো ওদের জন্য আর আসবে না।’
ঈদ উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী। ইমরান বলেন, ‘আমার বাসা বাসাবোতে। রমনা পার্কে আমাদের এমনিতে আসা হয় না। বাসার ধারে কাছে আর কোনো খেলাধুলার জায়গাও নেই যে বাচ্চারা খেলবে। তাই এখানে নিয়ে আসছি। খুব মজা করছে ওরা। আসলে ওদের জন্যই তো ঈদ।’
মগবাজারের বাসিন্দা মো. আলী আকবর একমাত্র মেয়েকে নিয়ে আসেন রমনা পার্কে। তিনি বলেন, ‘আজকে অনেক গরম। কিন্তু মেয়েটা বারবার বলছিল বেড়াতে যাবে। তাই ওকে নিয়ে চলে এসেছি। এখানে রাইডগুলোয় খুব মজা করছে। আমারও ভালো লাগছে ওর আনন্দ দেখে।’
চৈত্রের তাপদাহ। প্রচণ্ড গরম। রমনা পার্কে বসে বারবার পানি পান করছে শিউলী আক্তার। স্বামী আল-আমিন ও একমাত্র সন্তান নিয়ে পার্কে এসেছেন বেড়াতে। মূলত ছেলের জন্যই এই গরম উপক্ষা করে বের হওয়া তাঁদের। শিউলী ও আল-আমিনের মতে, ঈদের মুহূর্তগুলো তো আর বারবার আসবে না। তাই যতই গরম হোক—বাইরের খোলামেলা কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে।
শুধু তাঁরাই নন। রাজধানীর রমনা পার্কে এমন অনেকে শিশুসন্তানদের নিয়ে আজ শনিবার ঈদের তৃতীয় দিনে বেড়াতে আসেন।
সরেজমিন দেখা গেছে, রমনার শিশু কর্নারে ৫ থেকে ১০ বছর বয়সী অনেকেই মা-বাবার সঙ্গে বেড়াতে এসেছে। এ সময় বিভিন্ন রাইডে নিজের মতো করে খেলাধুলায় মেতে উঠতে দেখা যায় তাদের। সঙ্গে আসা অভিভাবকেরা তাদের দেখভাল করছেন সেখানে।
রামপুরা থেকে আসা শিউলী আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সারা বছর তো বাচ্চারা সময় পায় না। আমরাও কাজে ব্যস্ত থাকি। এখন দুপুর বেলায় অনেক গরম পড়ছে। কিন্তু ঈদের এই সময়টা তো ওদের জন্য আর আসবে না।’
ঈদ উপলক্ষে দুই সন্তানকে নিয়ে বেড়াতে আসেন ইমরান হোসেন ও তাঁর স্ত্রী। ইমরান বলেন, ‘আমার বাসা বাসাবোতে। রমনা পার্কে আমাদের এমনিতে আসা হয় না। বাসার ধারে কাছে আর কোনো খেলাধুলার জায়গাও নেই যে বাচ্চারা খেলবে। তাই এখানে নিয়ে আসছি। খুব মজা করছে ওরা। আসলে ওদের জন্যই তো ঈদ।’
মগবাজারের বাসিন্দা মো. আলী আকবর একমাত্র মেয়েকে নিয়ে আসেন রমনা পার্কে। তিনি বলেন, ‘আজকে অনেক গরম। কিন্তু মেয়েটা বারবার বলছিল বেড়াতে যাবে। তাই ওকে নিয়ে চলে এসেছি। এখানে রাইডগুলোয় খুব মজা করছে। আমারও ভালো লাগছে ওর আনন্দ দেখে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে