Ajker Patrika

কালিয়াকৈরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ জুন ২০২৩, ১৫: ৫৪
কালিয়াকৈরে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০ 

দলীয় নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত চা চক্রে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

গতকাল শনিবার বিকেলে উপজেলার বোর্ড মিল ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে রাসেলসহ অন্তত ১৫-২০ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় রোববার সকালে অভিযোগ করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম রাসেল বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ চা চক্র করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার বেলা ৩টার দিকে উপজেলার বোর্ড মিল ঈদগাহ মাঠ এলাকায় তাঁর সমর্থকদের নিয়ে চা চক্র করতে যান।

রাসেল ঈদগাহ মাঠ এলাকায় পৌঁছানো মাত্রই কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষারের সমর্থক কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজমত হোসেনের নেতৃত্বে এক-দেড় শ লোক লাঠিসোঁটা নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে বাঁচাতে সমর্থকেরা এগিয়ে গেলে তাঁদেরও বেধড়ক মারপিট করে। এ হামলায় কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি দুস মোহাম্মদ (২৭), মামুন ভুঁইয়া (২৬), আনোয়ার হোসেন (২৬), আলেয়া বেগম (৩৮), সাব্বির হোসেন (২২), হারুন অর রশিদ সিকদার (৪৮) নওশাদ, আকাশসহ অন্তত ১৫-২০ জন আহত হন।  

আহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অবস্থা খারাপ হওয়ায় দুস মোহাম্মদ, মান্নান ভুঁইয়া, আনোয়ারে হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে উপজেলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রেজাউল করিমের সমর্থকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

রেজাউল করিম রাসেল বলেন, রফিকুল ইসলাম তুষারের বাবা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আদম আলী ও কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আজমত হোসেন। তাঁদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় চা চক্র করে আসছি। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেল বোর্ড মিল এলাকায় গেলে হত্যার উদ্দেশ্যে আমার ওপর পরিকল্পিতভাবে অতর্কিতভাবে হামলা চালায়। এ ঘটনায় রোববার সকালে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ ঘটনায় রফিকুল ইসলাম তুষার বলেন, ‘আমি কিছুই জানি না। আমি উত্তরার বাসায় ছিলাম। তবে শুনেছি দলীয় নেতা-কর্মীদের বাদ রেখে মিটিং করায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষিপ্ত হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা করেছে। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির বলেন, শনিবার বিকেলে দলীয় কোনো কর্মসূচি ছিল না। এইটা সাধারণ সম্পাদক রাসেলের ব্যক্তিগত কর্মসূচি ছিল। হামলার করার বিষয়টি দুঃখজনক। কেন বা কারা হামলা করেছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় রোববার সকালে থানায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত