Ajker Patrika

শিবচরে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে যাওয়া ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
আপডেট : ০১ মে ২০২৩, ০৯: ৪৩
শিবচরে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে যাওয়া ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মাদারীপুরের শিবচরে একটি ট্রাকের ধাক্কায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের চালক ও ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। শিবচরে এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার রশিদ হাওলাদারের ছেলে বশির হাওলাদার (৩৫) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার মো. মিজান মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২৫)। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাঙ্গিবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাঁচ্চরসংলগ্ন বাখেররকান্দি এলাকায় বিকল হয়ে গেলে ট্রাকের চালক বশির ট্রাকের নিচে গিয়ে ত্রুটি সারাচ্ছিলেন। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির মারা যান। এ সময় ধাক্কা দেওয়া ট্রাকের চালকের সহকারী সুজনও নিহত হন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ও দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শিবচর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী বলেন, ‘খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। দুটি লাশ ও ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত