Ajker Patrika

ঘরমুখো মানুষের কাছে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা: ডিএমপি 

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ১২ জুন ২০২৪, ১৫: ২৭
ঘরমুখো মানুষের কাছে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা: ডিএমপি 

ঈদে ঘরমুখো মানুষের কাছে থেকে টিকিটের জন্য বাড়তি ভাড়া আদায় করলে পরিবহনসংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান। 

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 

মুনিবুর রহমান বলেন, ‘চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কি না, ভাড়া দুই থেকে তিন গুণ বেশি আদায় করা হচ্ছে কি না অথবা বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কি না—এগুলো দেখভালের জন্য কিন্তু সার্ভিল্যান্স টিম আছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত থাকে। অযাচিতভাবে ভাড়া আদায় করা হয় এমন কোনো অভিযোগ এলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে। বাড়তি ভাড়া নিয়ে যদি নিয়মের ব্যত্যয় ঘটানো হয়, তবে সার্ভিল্যান্স টিম আছে, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

লোকাল বাসগুলো যাত্রী নিয়ে ঈদের সময় ঢাকার বাইরে যায়, এটা কীভাবে আপনারা নিরসন করবেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেক সময় তাদের আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারব। পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। আমরা যদি তাদের রুট পারমিট ও ফিটনেসবিহীন গাড়ি শনাক্ত করতে পারি, আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থা গ্রহণ করতে পারব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত