Ajker Patrika

বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৫ দিনের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকেরা। প্রায় এক ঘণ্টা অবরোধে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সোমবার বেলা সাড়ে ৩টায় মহানগরীর বাসন থানার টেকনগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে (সোমবার) সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে কারখানার ভেতর অবস্থান নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধশ্রমিক, পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন টেকনগপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট গার্মেন্টস শ্রমিকদের গত জুন মাসের ১৫ দিনের বেতন বকেয়া রয়েছে। কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করেন। আজ (সোমবার) দুপুরের আগেই গত জুন মাসের মাসের ১৫ দিনের বেতন পরিশোধের কথা ছিল।

কিন্তু মালিক পক্ষ কথা অনুযায়ী বেতন পরিশোধে ব্যর্থ হয়। শ্রমিকেরা সকাল ৮টার দিকে কারখানায় আসলেও কাজে যোগ না দিয়ে বেতনের জন্য কারখানার ভেতরে অবস্থান করতে থাকেন। পরে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ও জিএমপির বাসন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানার মালিক পক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সন্ধ্যার মধ্যে বেতন পরিশোধের আশ্বাস দেয়। বেলা ৪টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধএ বিষয়ে মুনলাক্স কম্পোজিট গার্মেন্টসের মালিক মো. মহিউদ্দিন জানান, ‘ইতিমধ্যে ঢাকা থেকে শ্রমিকদের বেতনের টাকা নিয়ে রওনা দিয়েছি। আমরা পথিমধ্যে আছি। সন্ধ্যার মধ্যেই বেতনাদি পরিশোধ করা হবে।’

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান জানান, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যার মধ্যে মালিকপক্ষ বেতন পরিশোধ করবে, এমন আশ্বাসে শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানায় চলে যায়। আন্দোলনে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত