Ajker Patrika

নির্মাণাধীন ভবনের বেসমেন্টে নিখোঁজ দারোয়ানের লাশ, নাকে-মুখে আঘাতের দাগ

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকা থেকে নিখোঁজের দুই দিন পর এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও ভূঁইয়াপাড়া ২ নম্বর গলির ২৯৪/এ নম্বর নির্মাণাধীন ভবনের লিফটের বেসমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের নাম রাজন ইসলাম দিপু (২৫)। তাঁর মাথা, নাক ও চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত দিপুর বড় ভাই মো. কামরুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কালিয়া গ্রামে। দিপু ওই নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে এক বছর ধরে কাজ করতেন এবং ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। দুই দিন আগে তাঁর মোবাইল ফোনে কল দিলে তিনি ধরেননি। পরে ওই ভবনে এসে খোঁজ করলেও তাঁকে পাওয়া যায়নি। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল।

কামরুল ইসলাম আরও জানান, আজ শনিবার সকালে শহিদুল নামে এক ব্যক্তি এসে জানান, ভবনের লিফটের ফাঁকা জায়গায় দিপুর মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, মরদেহটি উপুড় হয়ে পানিতে ভাসছে এবং মাথার পেছনে, নাক ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর ধারণা, তাঁর ভাইকে হত্যা করে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেওয়া হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্র মোহন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথা, নাক ও চোখে আঘাত রয়েছে এবং মরদেহটি কিছুটা ফুলে গেছে।

তিনি আরও জানান, এটি স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। হত্যা করে ফেলে দেওয়া হতে পারে। বিস্তারিত তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত