আজকের পত্রিকা ডেস্ক
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।
সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার ও অতিরিক্ত আইজিপি (অব.) খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশন থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মহাপরিচালক মো. আক্তার হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য জানান।
আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নিজে ও তার পোষ্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদকের এই মহাপরিচালক বলেন, অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ও আমেরিকা প্রবাসী এক আত্মীয় কাছে বিপুল অর্থ পাচার করেছেন। এই অভিযোগের বিষয়ে অনুসন্ধান কর্মকর্তা বিভিন্ন দপ্তরে যাচাই বাছাই করতে চিঠি দিয়েছেন। সেগুলো পাওয়ার পর তিনি প্রতিবেদন দেবেন।
সূত্রটি জানায়, সাবেক এই কমিশনারের বিদেশে টাকা পাচারের অভিযোগ যাচাইয়ের জন্য বিভিন্ন দেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হবে। এ ছাড়া, গ্লোবাল নেটওয়ার্কসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাহায্যে অর্থ পাচারের তথ্য আনতে চেষ্টা করবে সংস্থাটি।
খন্দকার গোলাম ফারুকের বিরুদ্ধে অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাৎসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে