ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৫ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে