নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা।
তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’
শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
ঢাকার আশুলিয়ার শিল্পাঞ্চলে আজ মঙ্গলবারও খোলেনি সব পোশাক কারখানা। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হলেও কাজ না করায় ৯টি কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আরও ৪৬টি কারখানা।
তবে আশুলিয়ার কোথাও আজ কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকেরা সড়ক অবরোধ কিংবা বিক্ষোভও করেননি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুরো শিল্পাঞ্চলের সেনাবাহিনী, র্যাব ও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে যৌথ বাহিনী গত সোমবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আজ সকালে ৪৬টি কারখানা ছাড়া বাকি সব কারখানা খুলে দেওয়া হয়। শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়ে কাজে যোগ দেন। কিন্তু কিছু সময় পরে ৯টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বিভিন্ন দাবি জানাতে থাকেন। পরে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
আশুলিয়ার নরসিংহপুরের হা-মীম গ্রুপের এক কর্মকর্তা গত সোমবার বলেন, ‘আমাদের কারখানার শ্রমিকেরা কোনো আন্দোলন করছেন না। তাঁরা কাজ করায় অন্য কারখানার শ্রমিকেরা আমাদের কারখানায় হামলা করে ভেতরে ঢোকার চেষ্টা করেন। বহিরাগত শ্রমিকেরা ভেতরে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে নেওয়ার পাশাপাশি ভাঙচুর করতে পারেন। এই আশঙ্কায় কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।’
শ্রমিকেরা বলেন, ঘরভাড়াসহ সব জিনিসপত্রের দাম বাড়ছে। কিন্তু আমাদের বেতনসহ অন্যান্য সুবিধা বাড়ছে না। তাই আমরা আন্দোলন করছি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আজকে অধিকাংশ কারখানা চালু রয়েছে। ১৩ (১) মোতাবেক বন্ধ রয়েছে ৪৬টি কারখানা। শ্রমিকেরা কাজ না করায় নয়টি কারখানা আজকের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে