নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’
রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।
গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।
গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।
মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।
জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’
রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।
গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।
গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।
মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।
জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
চট্টগ্রামে বাঁশখালী উপজেলার মোজাহের আলী (৪৮) নামে এক মামলার বাদীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৭ নং ওয়ার্ডের গোলাপ জানিতে এ ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেঝালকাঠিতে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলা শাখা ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের পক্ষে শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো
২৩ মিনিট আগেশরীয়তপুরে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী সিন্ডিকেটের বাঁধার মুখে জেলার বাইরের একটি অ্যাম্বুলেন্স অসুস্থ নবজাতককে নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে না পারায় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় শরীয়তপুর জেলা শহরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর স্বজন ও
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জে দুই সপ্তাহের ব্যবধানে জেলা বিএনপির আওতাধীন আট নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এসব আদেশের পেছনে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, খুন ও চাঁদাবাজির অভিযোগ। কিন্তু এভাবে একের পর এক বহিষ্কার করেও বিএনপির নেতা-কর্মীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। উল্টো তাঁরা নতুন নতুন অভিযোগে প্রশ্নবিদ্ধ...
৭ ঘণ্টা আগে