নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’
রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।
গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।
গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।
মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।
জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে ঢাকার পুলিশ বক্সগুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি তেমন একটা দেখা যায়নি। কিছু কিছু জায়গায় সীমিতসংখ্যক পুলিশ সদস্য ছিলেন। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে গতকাল এমন চিত্র দেখা গেছে।
এ বিষয়ে কথা হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে ডিএমপির ট্রাফিক ও অপরাধ বিভাগ একসঙ্গে কাজ করছে। কোনো কোনো এলাকায় নিরাপত্তাজনিত কারণে কিছু সদস্যকে কমানো হয়েছে। তবে সব এলাকাতেই ট্রাফিক পুলিশ রয়েছে।’
রাজধানীর নীলক্ষেত এলাকার এক বাসিন্দা জানান, নীলক্ষেত মোড় পুলিশ বক্স আগুন দিয়ে পোড়ানোর পর থেকে সেখানে আর পুলিশ দেখা যায়নি।
গতকাল রামপুরা পুলিশ বক্সে পুলিশ দেখা যায়নি বলে জানিয়েছেন এই এলাকার এক বাসিন্দা।
গতকাল সরেজমিন আজিমপুর মোড়, পলাশী মোড়, নীলক্ষেত মোড়ে দুই-একজন পুলিশ সদস্য দেখা গেছে। হোটেল কন্টিনেন্টালের সামনে ও লাভ রোডে পুলিশ সদস্যদের দেখা যায়নি।
এদিকে আগারগাঁও, বিজয় সরণিতে অল্পসংখ্যক পুলিশ সদস্য দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও কাকরাইল এলাকায়ও তেমন পুলিশ সদস্য ছিলেন না।
মেরাদিয়া এলাকার এক ট্রাকচালক বলেন, সকাল থেকে এ এলাকায় কোনো পুলিশ সদস্য দেখা যাচ্ছে না। আগে তাঁদের গাড়ি থামিয়ে চাঁদা তুলত পুলিশ। সকাল থেকে পুলিশ সদস্যদের অনুপস্থিতিতে তাঁরা খুশি।
জানা যায়, চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত শিশু, ছাত্রসহ দুই শতাধিক নিহতের ঘটনা ঘটেছে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বিভিন্ন স্থাপনায়। এর মধ্যে রাজধানীতে ৬৯টি ট্রাফিক পুলিশ বক্স, দুটি উপকমিশনার কার্যালয়, চারটি এসি ট্রাফিক কার্যালয় ও দুটি পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
রাজধানীর খিলক্ষেতের একটি পলিথিন কারখানায় সারা দিন পলিথিন তৈরির পর রাতের আঁধারে বস্তায় ভরে গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় নিয়ে বিক্রি করা হতো। একবার সিলগালার পরও গোপনে পলিথিন তৈরি করা হতো। ফের সেনাবাহিনী ও র্যাব যৌথ অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগেআগামীকাল শুক্রবার বাদ জুমা থেকে গণঅনশন কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শুক্রবার রাত ১২টায় নতুন কর্মসূচি ঘোষণার সময় এ কথা বলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।
১ ঘণ্টা আগেএখন থেকে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. রইছ উদ্দিন। একই সময় উপদেষ্টার দিকে বোতল ছুড়ে মারা শিক্ষার্থীকে গ্রেপ্তারে বিরত থাকতেও বলেছেন তিনি।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে অপরাজেয় বাংলার পাদদেশে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে...
১ ঘণ্টা আগে