Ajker Patrika

টিনের চালে আটকে ছিল বিদ্যুতায়িত যুবকের লাশ

গাজীপুর প্রতিনিধি
টিনের চালে আটকে ছিল বিদ্যুতায়িত যুবকের লাশ

গাজীপুর সদরে একটি দোকানের টিনের চাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পাশের বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ও স্থানীয়দের ধারণা—চাল কেটে দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার মাস্টার বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত যুবকের নাম—রাসেল মিয়া (৩০)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানা এলাকার আকবর আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বুধবার রাতে কোনো এক সময় মাস্টার বাড়ি এলাকায় মোবাইলের চার্জার, ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশের দোকানের টিনের চালের ওপর ওঠেন রাসেল মিয়া। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। বৃহস্পতিবার সকালে পাশের একটি বহুতল ভবন থেকে চালের ওপর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা দোকান মালিককে কল দিয়ে বিষয়টি জানায়। পরে পুলিশের খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের লোকজন ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দোকানের মালপত্র চুরি করার জন্য রাসেল মিয়া টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছিল। এ সময় বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত