ঢাবি সংবাদদাতা
সারা দেশে একের পর এক ধর্ষণ, নারী-নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ তিন দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।
অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, মধুর ক্যানটিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে।
মিছিলে শিক্ষার্থীরা সারা ‘বাংলায় খবর দে- ধর্ষকদের কবর দে’, আমার বোনের কান্না, আর না আর না’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেয়।
রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে তিন দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে কম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সকল প্রকার নারী নির্যাতন হয়রানির বিরুদ্ধে দেশের আইন ও বিচার কার্যক্রম সচল করা এবং নারীদের ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দারুল আলম বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনায় অনেক আন্দোলনই হচ্ছে। কিন্তু ধর্ষণের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এ সব ব্যর্থতার কথা উল্লেখ করেছি। ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাদল মিয়া বলেন, ‘আমাদের এ কর্মসূচিতে শিক্ষকেরা সংহতি জানিয়েছেন। অনুষদে অবস্থানকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ শিক্ষকদের অনেকে আমাদের সাথে ছিলেন। আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে মানববন্ধন করেছি। মানববন্ধনে দেশের নারীদের পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা দাবি করেছি। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।’
সারা দেশে একের পর এক ধর্ষণ, নারী-নিপীড়ন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ তিন দফা দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে থেকে শিক্ষার্থীদের এ কর্মসূচি শুরু হয়।
অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শ্যাডো, মধুর ক্যানটিন, সামাজিক বিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে অপরাজেয় বাংলা ঘুরে রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে।
মিছিলে শিক্ষার্থীরা সারা ‘বাংলায় খবর দে- ধর্ষকদের কবর দে’, আমার বোনের কান্না, আর না আর না’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, খুন-ধর্ষণ-নিপীড়ন, রুখে দাও জনগণ’ ইত্যাদি স্লোগান দেয়।
রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে তিন দফা দাবি উত্থাপন করে শিক্ষার্থীরা। দাবিগুলোর মধ্যে রয়েছে— একটা নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করে কম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, সকল প্রকার নারী নির্যাতন হয়রানির বিরুদ্ধে দেশের আইন ও বিচার কার্যক্রম সচল করা এবং নারীদের ঘরে-বাইরে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কঠোর ব্যবস্থা নেওয়া।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী দারুল আলম বলেন, ‘দেশে ধর্ষণের ঘটনায় অনেক আন্দোলনই হচ্ছে। কিন্তু ধর্ষণের বিরুদ্ধে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মানববন্ধনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এ সব ব্যর্থতার কথা উল্লেখ করেছি। ধর্ষণ-নিপীড়নের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’
এ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বাদল মিয়া বলেন, ‘আমাদের এ কর্মসূচিতে শিক্ষকেরা সংহতি জানিয়েছেন। অনুষদে অবস্থানকালে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ শিক্ষকদের অনেকে আমাদের সাথে ছিলেন। আমরা মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে মানববন্ধন করেছি। মানববন্ধনে দেশের নারীদের পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা দাবি করেছি। পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি।’
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৮ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১১ মিনিট আগে