Ajker Patrika

গুম-খুনের তদন্ত করতে আইন সংশোধনের সুপারিশ করেছে মানবাধিকার কমিশন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৪: ৫২
গুম-খুনের তদন্ত করতে আইন সংশোধনের সুপারিশ করেছে মানবাধিকার কমিশন

গুম-খুনের বিষয়ে সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই এ ব্যাপারে আইন সংশোধনে কমিশনের সুপারিশ সামনের সংসদ অধিবেশনে উঠবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

আজ রোববার সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। 

কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নাছিমা বলেন, এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে কমিশন। যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার কমিশন সমর্থন করে না। 

সাবেক এই আমলা গণমাধ্যমকে জানান, র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র‍্যাবের বর্তমান ডিজিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না তাও দেখা হচ্ছে। 

সব দোষ আমলাদের নয়, আমলা হওয়া পাপ নয়—এমন মন্তব্য করে নাছিমা বলেন, 'কমিশন ঘুমিয়ে থাকে', 'কমিশন ব্যর্থ হয়ে গেছে'—সম্প্রতি এসব বিষয়ে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে, তা ঠিক নয়। খাদিজা নামের এক নারীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এনে দেওয়া হয়েছে, যা কমিশনের সাফল্য বলে উল্লেখ করেন তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত