Ajker Patrika

রাজধানীর সবুজবাগে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৮: ৪৫
রাজধানীর সবুজবাগে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর সবুজবাগের রাজারবাগের একটি বাসা থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম উর্মি আক্তার (১৭)। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সবুজবাগ রাজারবাগ বাগপাড়ার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির দেবনাথ বলেন, ‘দুপুরে খবর পেয়ে রাজাবাগের ওই বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করি। সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলেছিল।’

এসআই আরও বলেন, আগামীকাল থেকে ওই শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। সে খুব টেনশনে ছিল। গতকাল রাত থেকে না খেয়ে ছিল। আজ সকাল ১০টার দিকে উর্মির মা ভাত খেতে বলে। কিন্তু সে ভাত না খেয়ে বলে, দরজা লাগিয়ে পড়বে। কিছুক্ষণ পর কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখে সে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মৃত উর্মির চাচা সোহেল জমাদার বলেন, তাঁদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচড় গ্রামে। উর্মির পরিবার বর্তমানে সবুজবাগ রাজারবাগ বাগপাড়া এলাকার একটি তিনতলা বাসার নিচতলায় ভাড়া থাকে। বাবা সুমন জমাদার বেসরকারি কোম্পানির গাড়ি চালক। উর্মি স্থানীয় অভয় বিনোদিনী উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। আগামীকালই তার এসএসসি পরীক্ষা ছিল। তিন বোনের মধ্যে উর্মি ছিল সবার বড়।

উর্মির চাচা আরও বলেন, উর্মির এক বান্ধবীর মাধ্যমে জানতে পারি, উর্মির একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। গতকাল রাতে ওই ছেলের সঙ্গে উর্মির ঝগড়া হয়। এরপর থেকে না খেয়ে ছিল। সকালে উর্মির মা রতনা বেগম বারবার খেতে বললেও সে কিছুই খায়নি। পড়ার কথা বলে দরজা বন্ধ করে দেয়। এরপর গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত