ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বিভিন্ন রুটের অতিরিক্ত যানবাহন চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। গরুবোঝাই ট্রাক, তিন চাকার ছোট যানবাহন ও মহাসড়কের কয়েক স্থানে যাত্রীবাহী বাস অকেজো হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিরসন হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ, যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর ভিড় বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী তোলায় যানবাহনের গতি কমতে শুরু করে। ফলে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।
অনেকে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেউ কেউ খোলা ট্রাক, পিকআপ ভাড়া নিয়ে রওনা হয়েছেন। এভাবে অনেক নারী ও শিশুকেও যাত্রা করতে দেখা গেছে। এমন একটি পিকআপের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বাড়ি মাগুরায় যেতে হবে। সকালে কাউন্টারে গিয়ে টিকিট পাইনি। নারী ও শিশুদের নিয়ে ভিড়ে বাসে ওঠা ও যাওয়া কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা তিনটি পরিবারের ১৬ জন পাটুরিয়া পর্যন্ত পিকআপ ভাড়া করে যাচ্ছি।’
বাসচালক আসলাম বলেন, আজ সকাল ৭টায় গাবতলী থেকে রওনা হয়ে পাটুরিয়ায় আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের সাভার, নবীনগর, নয়াডিঙ্গী, মানিকগঞ্জ, বানিয়াজুরী ও বরংগাইল স্টেশনে কিছুটা জ্যাম ছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ ভোর থেকেই অনেক গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা সচল ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ অংশে বিভিন্ন রুটের অতিরিক্ত যানবাহন চলাচল করছে। কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি না হলেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা দিয়েছে। গরুবোঝাই ট্রাক, তিন চাকার ছোট যানবাহন ও মহাসড়কের কয়েক স্থানে যাত্রীবাহী বাস অকেজো হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই তা নিরসন হয়েছে।
আজ শুক্রবার (৬ জুন) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।
পুলিশ, যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যাত্রীর ভিড় বাড়তে থাকে। মহাসড়কের বিভিন্ন জায়গায় সড়কের ওপর গাড়ি দাঁড়িয়ে যাত্রী তোলায় যানবাহনের গতি কমতে শুরু করে। ফলে হালকা যানজটের সৃষ্টি হচ্ছে।
অনেকে ঝুঁকি নিয়ে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছে। কেউ কেউ খোলা ট্রাক, পিকআপ ভাড়া নিয়ে রওনা হয়েছেন। এভাবে অনেক নারী ও শিশুকেও যাত্রা করতে দেখা গেছে। এমন একটি পিকআপের যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, ‘দেশের বাড়ি মাগুরায় যেতে হবে। সকালে কাউন্টারে গিয়ে টিকিট পাইনি। নারী ও শিশুদের নিয়ে ভিড়ে বাসে ওঠা ও যাওয়া কষ্টকর। তাই বাধ্য হয়ে আমরা তিনটি পরিবারের ১৬ জন পাটুরিয়া পর্যন্ত পিকআপ ভাড়া করে যাচ্ছি।’
বাসচালক আসলাম বলেন, আজ সকাল ৭টায় গাবতলী থেকে রওনা হয়ে পাটুরিয়ায় আসতে সময় লেগেছে তিন ঘণ্টা। মহাসড়কের সাভার, নবীনগর, নয়াডিঙ্গী, মানিকগঞ্জ, বানিয়াজুরী ও বরংগাইল স্টেশনে কিছুটা জ্যাম ছিল।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, আজ ভোর থেকেই অনেক গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীরগতিতে চলছে। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে। বিকেলের দিকে পরিস্থিতির উন্নতি হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাস্তা সচল ও আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছেন।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
২৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
৩১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
৩৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে