Ajker Patrika

সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: গ্রেপ্তার ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২৩, ২০: ০৯
সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা: গ্রেপ্তার ২ চিকিৎসকের জামিন নামঞ্জুর

রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় দুই চিকিৎসকের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর তাঁদের জামির নামঞ্জুর করেন। 

দুই চিকিৎসক হলেন ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা। ১৫ জুন আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়। ওই দিন তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর দায় স্বীকার করেন। আগের দিন তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। 

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহফুজ আজকের পত্রিকাকে জানান, দুই চিকিৎসকের জামিনের আবেদন করেছিলেন তাঁদের আইনজীবী। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন। 

৯ জুন সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মাহবুবা রহমান আঁখি নামের এক প্রসূতি সন্তান জন্ম দেওয়ার সময় নবজাতক মারা যায়। এ সময় মা মৃত্যু ঝুঁকিতে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। 

এ ঘটনায় আঁখির স্বামী ইয়াকুব আলী ১৪ জুন ছয়জনের নামোল্লেখসহ পাঁচ-ছয়জনকে অজ্ঞাতনামাকে আসামি করে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে মামলা করেন। এরপরই ডা. শাহজাদী ও ডা. মুনাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা-পুলিশ। মামলার অপর আসামিরা হলেন ডা. মিলি, সেন্ট্রাল হাসপাতালের ম্যানেজার পারভেজ, জমির ও এহসান।

মামলায় বলা হয়েছে, গত তিন মাস ধরে সেন্ট্রাল হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সংযুক্তা সাহার অধীনে চিকিৎসা নিচ্ছিলেন মাহবুবা রহমান আঁখি। এমনকি তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক ছিল বলেও চিকিৎসক জানিয়েছিলেন। নরমাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব সম্ভব বলে আশ্বস্ত করেছিলেন ডা. সংযুক্তা সাহা। 

প্রসব ব্যথা ওঠায় ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তার অধীনে মাহবুবাকে ভর্তি করা হয়। তখন ডা. সংযুক্তা হাসপাতালে উপস্থিত ছিলেন না। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সংযুক্তা সাহা আছেন এবং ওটিতে (অপারেশন থিয়েটার) কাজ করছেন। এরপর গ্রেপ্তার দুজন চিকিৎসকসহ অন্যরা প্রসব করেন এবং ভুল চিকিৎসার কারণে নবজাতক মৃত্যুবরণ করে। মাহবুবা রহমান আঁখি ভুল চিকিৎসার কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়। পরে আঁখি মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত