Ajker Patrika

বুয়েটে পড়ুয়া সন্তান নাহিয়ানকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন বাবা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বুয়েটে পড়ুয়া সন্তান নাহিয়ানকে হারিয়ে হাউমাউ করে কাঁদছেন বাবা

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ আগুনের ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী নাহিয়ান আমিন মারা গেছেন। নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী।

বাড়ি বরিশাল নগরের পলিটেকনিক এলাকায়। নাহিয়ানের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বুয়েটের শিক্ষার্থী নাহিয়ানের বাবা রিয়াজুল আমিন বাবু একজন বাক প্রতিবন্ধী। আজ শুক্রবার পলিটেকনিক রোডের নাহিয়ানের বাসায় গিয়ে দেখা গেছে, কখনো গুমরে গুমরে, কখনো হাউমাউ করে কাঁদছেন বাবা। সন্তান হারানোর যন্ত্রণার কথা যে মুখ ফুটে বলবেন তাও পারছেন না। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাক্‌প্রতিবন্ধী বাবার।

স্বজন ও প্রতিবেশীরা ভিড় করছেন। স্বজনদের তথ্যে জানা গেছে, বরিশাল জিলা স্কুল থেকে ২০১৯ সালে সর্বোচ্চ নম্বর পেয়ে এসএসসি, নটরডেম কলেজ থেকে এইচএসসি এবং বুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পরীক্ষায় ৩৭তম হয়ে ভর্তি হন ২০২২ সালে। দুই ভাই বোনের মধ্যে নাহিয়ান ছোট। বড় বোন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী। নাহিয়ানের মা গৃহিণী। আগুনের লেলিহান শিখা স্বপ্ন কেড়ে নিল পরিবারটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত