Ajker Patrika

বড় মনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৮ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মে ২০২৪, ১৫: ৫৫
বড় মনির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ২৮ মে

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে ঢাকায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ মে দিন ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই তারিখ ধার্য করেন।

আদালতের নারী ও শিশু নির্যাতন দমন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহামিনা হক বিষয়টি নিশ্চিত করেন।

আজ প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। গত ২৯ মার্চ রাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ রাজধানীর তুরাগ থানায় প্রিয়াংকা সিটি আবাসিক এলাকায় বড় মনির ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে। তাঁকে জোর করে ওই বাড়িতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই ছাত্রী।

এ ঘটনার পরদিন ৩০ মার্চ ভুক্তভোগী তরুণী বাদী হয়ে তুরাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

ওই শিক্ষার্থী মামলায় অভিযোগ করেন, ফেসবুকে গোলাম কিবরিয়া ওরফে বড় মনির সঙ্গে পরিচয় হয়। প্রথম পর্যায়ে হাই-হ্যালো হতো। একপর্যায়ে বড় মনি ভুক্তভোগীকে ছোট বোন বলে সম্বোধন করেন। এরপর তাঁর সঙ্গে ছাত্রীর হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিওতে কথা হতো।

ভুক্তভোগী ছাত্রী আরও বলেন, গত ২৯ মার্চ ইফতারের পর গোলাম কিবরিয়া ওরফে বড় মনি ভুক্তভোগী ছাত্রীকে মেসেজ দিয়ে উত্তরায় জমজম টাওয়ারের পাশে অ্যাপেক্স শোরুমের সামনে থাকতে বলেন। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের সময় অ্যাপেক্স শোরুমের সামনে অপেক্ষা করার ১০-১৫ মিনিট পর বড় মনি রিকশা নিয়ে আসেন এবং রিকশায় উঠতে বলেন। বড় মনির কথামতো ভুক্তভোগী ছাত্রী তাঁর সঙ্গে রিকশায় ওঠেন। রাত সাড়ে ৮টার দিকে তুরাগ থানার প্রিয়াংকা সিটির ৬ নম্বর রোডের ৭ নম্বর বাসার পশ্চিম পাশের ফ্ল্যাটের তৃতীয় তলার উত্তর-পশ্চিম পাশের রুমের ভেতরে নিয়ে যান। এরপর রুমের দরজা বন্ধ করে জোর করে ধর্ষণ করেন।

এরপর ভুক্তভোগী ছাত্রী তাঁর বাবাকে ফোন দেন। তাঁর বাবা ঘটনা শুনে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে তুরাগ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বড় মনি টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব এবং টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনিরের বড় ভাই।

আগের একটি ধর্ষণ মামলায় বর্তমানে জামিনে আছেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি বড় মনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত