Ajker Patrika

মৌলিক আইন বাংলায় প্রকাশ করতে লিগ্যাল নোটিশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৫৯
মৌলিক আইন বাংলায় প্রকাশ করতে লিগ্যাল নোটিশ 

দণ্ডবধি, সাক্ষ্য আইন, চুক্তি আইনসহ দেশের মৌলিক আইনসমূহ বাংলায় প্রণয়ন ও প্রকাশ করতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবী।

১০ আইনজীবীর পক্ষে মোহাম্মদ শিশির মনির রেজিস্ট্রি ডাকযোগে আজ বৃহস্পতিবার আইনসচিব, আইন কমিশনের চেয়ারম্যান, বাংলা একাডেমির মহাপরিচালক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নোটিশ পাঠান। 

নোটিশদাতা ১০ জন আইনজীবী হলেন মোস্তাফিজুর রহমান, মীর ওসমান বিন নাসিম, মো. আসাদ উদ্দিন, মো. মুজাহিদুল ইসলাম, জোবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান ও মো. জহিরুল ইসলাম। 

নোটিশে বলা হয়েছে, সংবিধানের ৩ নম্বর অনুচ্ছেদে ‘বাংলা’কে একমাত্র রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। আর এই অনুচ্ছেদের বিধান পূর্ণরূপে কার্যকর করার উদ্দেশ্যে ১৯৮৭ সালে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়। সেই আইনের ৩ ধারা অনুযায়ী সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কাজ অবশ্যই বাংলায় হতে হবে। এই আইনি বিধান সত্ত্বেও দেশের আদালতের অধিকাংশ রায় ও আদেশ এবং অন্যান্য কাজ ইংরেজিতে প্রদান করা হয়। 

সাত দিনের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত