প্রতিনিধি, মাদারীপুর
শোক দিবসের ফেস্টুন, পোস্টারে সংসদ সদস্যের ছবি না দেওয়ায় আবুল কাশেম নামে এক মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী'লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের ছবি না দেওয়ায় এ ঘটনা ঘটে। লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
অবরোধে সড়কে যানচলাচল বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ব্যাংকের কাজে কালকিনি উপজেলা সদরে যান। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত আবুল কাশেমকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেয়। এতে তাঁর পরিহিত পাঞ্জাবিও ছিঁড়ে যায়। পূর্ব শত্রুতা ও শোক দিবসের পোস্টারে এমপি আব্দুস সোবাহান গোলাপের ছবি না দেওয়ার জেরে এ হামলা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, আমি কালকিনি উপজেলায় গেলে বিনা অপরাধে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর নেতৃত্বে দক্ষিণ রাজদী গ্রামের শাহ আলমসহ বেশ কয়েকজন আমাকে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। আমার অপরাধ, কেন আমি এমপির ছবি পোস্টারে দিইনি? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাই।
এ ঘটনার প্রতিবাদ কাজী বাকাই এলাকার বিক্ষুব্ধ জনতা ডাসারের বাঁশতলায় বিক্ষোভ মিছিল করেন। এ মিছিল শেষে তারা পুনরায় ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকার পাথরিয়ারপাড় স্ট্যান্ডে সড়ক অবরোধ করে। সড়কে টায়ার জ্বালিয়ে তারা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে ডাসার থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েত হোসেন ও কালুসহ বেশ কয়েকজন বলেন—বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।
অভিযোগের বিষয়ে কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী বলেন, তাকে আমরা মারিনি। ঘটনার সময় আমি বাসায় ঘুমানো ছিলাম। আমার নামে কাশেম মিথ্যা কথা বলেছে।
এ প্রসঙ্গে মন্তব্যের জন্য সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ঢাকায় আছেন।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আটকা পড়া সকল যানচলাচল স্বাভাবিক করে দিয়েছি।
এ ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, 'এ ঘটনা জানা নেই, খোঁজ নিয়ে দেখছি'।
শোক দিবসের ফেস্টুন, পোস্টারে সংসদ সদস্যের ছবি না দেওয়ায় আবুল কাশেম নামে এক মুক্তিযোদ্ধাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী'লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবাহান গোলাপের ছবি না দেওয়ায় এ ঘটনা ঘটে। লাঞ্ছনার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।
অবরোধে সড়কে যানচলাচল বন্ধ থাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম ব্যাংকের কাজে কালকিনি উপজেলা সদরে যান। এ সময় ৪-৫ জন দুর্বৃত্ত আবুল কাশেমকে এলোপাতাড়ি কিল-ঘুষি দেয়। এতে তাঁর পরিহিত পাঞ্জাবিও ছিঁড়ে যায়। পূর্ব শত্রুতা ও শোক দিবসের পোস্টারে এমপি আব্দুস সোবাহান গোলাপের ছবি না দেওয়ার জেরে এ হামলা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, আমি কালকিনি উপজেলায় গেলে বিনা অপরাধে উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজীর নেতৃত্বে দক্ষিণ রাজদী গ্রামের শাহ আলমসহ বেশ কয়েকজন আমাকে মারধর করে জামা-কাপড় ছিঁড়ে ফেলেছে। আমার অপরাধ, কেন আমি এমপির ছবি পোস্টারে দিইনি? আমি প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাই।
এ ঘটনার প্রতিবাদ কাজী বাকাই এলাকার বিক্ষুব্ধ জনতা ডাসারের বাঁশতলায় বিক্ষোভ মিছিল করেন। এ মিছিল শেষে তারা পুনরায় ঢাকা-বরিশাল মহাসড়কের বালীগ্রাম এলাকার পাথরিয়ারপাড় স্ট্যান্ডে সড়ক অবরোধ করে। সড়কে টায়ার জ্বালিয়ে তারা হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে ডাসার থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ প্রসঙ্গে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিন হাওলাদার, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হেমায়েত হোসেন ও কালুসহ বেশ কয়েকজন বলেন—বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের ওপর ন্যক্কারজনক হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই। বিচার না হওয়া পর্যন্ত আমরা আরও কঠোর কর্মসূচি পালন করব।
অভিযোগের বিষয়ে কালকিনি উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক রেজাউল ফরাজী বলেন, তাকে আমরা মারিনি। ঘটনার সময় আমি বাসায় ঘুমানো ছিলাম। আমার নামে কাশেম মিথ্যা কথা বলেছে।
এ প্রসঙ্গে মন্তব্যের জন্য সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি। তিনি বর্তমানে ঢাকায় আছেন।
ডাসার থানার ওসি হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আটকা পড়া সকল যানচলাচল স্বাভাবিক করে দিয়েছি।
এ ঘটনা সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, 'এ ঘটনা জানা নেই, খোঁজ নিয়ে দেখছি'।
সিলেট সিটি করপোরেশনের এক কর্মচারীর ওপর হামলার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুরে সিটি করপোরেশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। পরে বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৩ মিনিট আগেহবিগঞ্জের চুনারুঘাটে তিন নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তাঁদের চুনারুঘাট থানায় সোপর্দ করে বিজিবি।
৬ মিনিট আগেবর্তমানে চিতলমারীতে কর্মরত চিকিৎসক শর্মী রায়ের বিরুদ্ধে এর আগে একই জেলার মোরেলগঞ্জ উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালে করোনা মহামারির সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ করা সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
৭ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, চালের বাজার স্থিতিশীল রাখতে যাচাই-বাছাই কমিটি চাল আমদানির অনুমোদন দিয়েছে। এরই মধ্যে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও চাল আমদানির অনুমতি দেওয়া হবে। আজ বুধবার দুপুরে দিনাজপুর সার্কিট
১২ মিনিট আগে