Ajker Patrika

গৃহকর্মী নির্যাতন: নায়িকা একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুন ২০২২, ১৫: ৪৫
গৃহকর্মী নির্যাতন: নায়িকা একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম এই অভিযোগপত্র গ্রহণ করেন। পরে মামলা বিচারের জন্য মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। 

এর আগে গত ২৪ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফয়সাল আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়েছে, একার বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। 

গত বছরের ৩১ জুলাই রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ফ্ল্যাট থেকে একাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বাসার গৃহকর্মীকে নির্যাতন করায় স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোন করায় পুলিশ ঘটনাস্থলে যায়। রক্তাক্ত অবস্থায় গৃহকর্মীকে উদ্ধার কো হয়। এ সময় একার বাসা থেকে পাঁচ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা এবং অর্ধেক বোতল কেরু মদ জব্দ করা হয়। 

এ ঘটনায় ওই রাতেই একার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। অন্যদিকে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গৃহকর্মী বাদী হয়ে আরেকটি মামলা করেন। 

মামলা সূত্রে জানা যায়, এক গৃহকর্মী একার বাসায় তিন মাস ধরে কাজ করেন। এক মাসের বেতন দিলেও দুই মাসের বকেয়া বেতন চাইতে গেলে ওই গৃহকর্মীকে ইট দিয়ে আঘাত করে আহত করেন নায়িকা একা। 

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত