Ajker Patrika

জানালার বাইরে হাত, বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর এলাকার একটি বাসায় বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর নাম লাবিবা ইসলাম জান্নাত (১১)। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।

হাসপাতালে মৃত জান্নাতের বাবা মো. আব্দুল্লাহ জানান, তাঁদের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার পসরা গ্রামে। বর্তমানে গুলশান শাহজাদপুরের ওই বাসায় ভাড়া থাকেন।

আব্দুল্লাহ আরও জানান, ঘটনার সময় বাসার ভেতরে খেলছিল জান্নাত। খেলতে খেলতে জানালার বাইরে হাত দিলে বাইরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে জান্নাতের হাত আটকে যায়। এতে জান্নাত বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে যায়। জান্নাতকে উদ্ধার করে প্রথমে গুলশানের শিকদার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গুলশান এলাকা থেকে স্বজনেরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, বাসায় বিদ্যুতায়িত হয়েছিল শিশুটি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত