নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের এই আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শিত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে একে ‘মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টরিয়াল টিম বিতর্কিত ছবি সরিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
টিএসসি প্রাঙ্গণে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দণ্ডিত রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদসহ বামপন্থী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিবিরের কর্মসূচি অবিলম্বে বন্ধ করা এবং বিতর্কিত ছবি স্থায়ীভাবে অপসারণ।
এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, ‘আমাদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। যদি তারা বন্ধ করতে চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে। অন্যথায় কর্মসূচি চলবে। যেকোনো বাধা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, অভিযোগ আসার পর ছবিগুলো সরানো হয়েছে। এগুলো ছিল বিচারবিভাগীয় হত্যাকাণ্ড তুলে ধরার অংশ। বিষয়টি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুকে লিখেছেন, প্রক্টরের সঙ্গে দীর্ঘ মিটিং শেষে প্রশাসনের কাছে দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং পারমিট বাতিল।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, ‘গতরাত থেকে এস এম ফরহাদ ও সাদিক কায়েমসহ শিবির নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। আমি তাঁদের কর্মসূচি বন্ধের জন্য জোর দাবি জানিয়েছি। তবে শিবির নেতারা জানিয়েছেন, তাদের আজকের কর্মসূচি শুধু একাডেমিক ও সেমিনার-ভিত্তিক, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আজ প্রোগ্রামটি বন্ধ করে দিলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে।’
প্রক্টর বলেন, ‘জোর করে তো আর তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, তারা হয়তো আজকের মতো কর্মসূচি চালিয়ে যাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের এই আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শিত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে একে ‘মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টরিয়াল টিম বিতর্কিত ছবি সরিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
টিএসসি প্রাঙ্গণে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দণ্ডিত রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদসহ বামপন্থী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিবিরের কর্মসূচি অবিলম্বে বন্ধ করা এবং বিতর্কিত ছবি স্থায়ীভাবে অপসারণ।
এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, ‘আমাদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। যদি তারা বন্ধ করতে চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে। অন্যথায় কর্মসূচি চলবে। যেকোনো বাধা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, অভিযোগ আসার পর ছবিগুলো সরানো হয়েছে। এগুলো ছিল বিচারবিভাগীয় হত্যাকাণ্ড তুলে ধরার অংশ। বিষয়টি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুকে লিখেছেন, প্রক্টরের সঙ্গে দীর্ঘ মিটিং শেষে প্রশাসনের কাছে দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং পারমিট বাতিল।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, ‘গতরাত থেকে এস এম ফরহাদ ও সাদিক কায়েমসহ শিবির নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। আমি তাঁদের কর্মসূচি বন্ধের জন্য জোর দাবি জানিয়েছি। তবে শিবির নেতারা জানিয়েছেন, তাদের আজকের কর্মসূচি শুধু একাডেমিক ও সেমিনার-ভিত্তিক, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আজ প্রোগ্রামটি বন্ধ করে দিলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে।’
প্রক্টর বলেন, ‘জোর করে তো আর তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, তারা হয়তো আজকের মতো কর্মসূচি চালিয়ে যাবে।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৮ ঘণ্টা আগে