নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের এই আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শিত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে একে ‘মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টরিয়াল টিম বিতর্কিত ছবি সরিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
টিএসসি প্রাঙ্গণে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দণ্ডিত রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদসহ বামপন্থী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিবিরের কর্মসূচি অবিলম্বে বন্ধ করা এবং বিতর্কিত ছবি স্থায়ীভাবে অপসারণ।
এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, ‘আমাদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। যদি তারা বন্ধ করতে চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে। অন্যথায় কর্মসূচি চলবে। যেকোনো বাধা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, অভিযোগ আসার পর ছবিগুলো সরানো হয়েছে। এগুলো ছিল বিচারবিভাগীয় হত্যাকাণ্ড তুলে ধরার অংশ। বিষয়টি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুকে লিখেছেন, প্রক্টরের সঙ্গে দীর্ঘ মিটিং শেষে প্রশাসনের কাছে দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং পারমিট বাতিল।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, ‘গতরাত থেকে এস এম ফরহাদ ও সাদিক কায়েমসহ শিবির নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। আমি তাঁদের কর্মসূচি বন্ধের জন্য জোর দাবি জানিয়েছি। তবে শিবির নেতারা জানিয়েছেন, তাদের আজকের কর্মসূচি শুধু একাডেমিক ও সেমিনার-ভিত্তিক, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আজ প্রোগ্রামটি বন্ধ করে দিলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে।’
প্রক্টর বলেন, ‘জোর করে তো আর তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, তারা হয়তো আজকের মতো কর্মসূচি চালিয়ে যাবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির।
‘৩৬ জুলাই: আমরা থামব না’ শীর্ষক তিন দিনের এই আয়োজনে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ছবি প্রদর্শিত হলে শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে একে ‘মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা’ বলে উল্লেখ করেন।
বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রক্টরিয়াল টিম বিতর্কিত ছবি সরিয়ে নেয়। এ সময় শিক্ষার্থীরা ‘যুদ্ধাপরাধীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন।
টিএসসি প্রাঙ্গণে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ দণ্ডিত রাজাকারদের ছবি প্রদর্শনের তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একইসঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদসহ বামপন্থী সংগঠনসমূহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি পেশ করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— শিবিরের কর্মসূচি অবিলম্বে বন্ধ করা এবং বিতর্কিত ছবি স্থায়ীভাবে অপসারণ।
এ বিষয়ে ঢাবি শিবির সভাপতি এস এম ফরহাদ দাবি করেন, ‘আমাদের অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। যদি তারা বন্ধ করতে চায়, যৌক্তিক কারণ দেখাতে হবে। অন্যথায় কর্মসূচি চলবে। যেকোনো বাধা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।’
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের অভিযোগ প্রসঙ্গে ফরহাদ বলেন, অভিযোগ আসার পর ছবিগুলো সরানো হয়েছে। এগুলো ছিল বিচারবিভাগীয় হত্যাকাণ্ড তুলে ধরার অংশ। বিষয়টি আমাদের বিরুদ্ধে রাজনৈতিক অপপ্রচার।
এদিকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মাঈন আহমেদ ফেসবুকে লিখেছেন, প্রক্টরের সঙ্গে দীর্ঘ মিটিং শেষে প্রশাসনের কাছে দুটি পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে; বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিবিরের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া এবং পারমিট বাতিল।
এ বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদকে উদ্ধৃত করে দ্য ডেইলি স্টার লিখেছে, ‘গতরাত থেকে এস এম ফরহাদ ও সাদিক কায়েমসহ শিবির নেতাদের সঙ্গে কয়েকবার কথা বলেছি। আমি তাঁদের কর্মসূচি বন্ধের জন্য জোর দাবি জানিয়েছি। তবে শিবির নেতারা জানিয়েছেন, তাদের আজকের কর্মসূচি শুধু একাডেমিক ও সেমিনার-ভিত্তিক, যেখানে অনেক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই আজ প্রোগ্রামটি বন্ধ করে দিলে তারা কঠিন পরিস্থিতিতে পড়বে।’
প্রক্টর বলেন, ‘জোর করে তো আর তাদের উচ্ছেদ করা সম্ভব নয়, তারা হয়তো আজকের মতো কর্মসূচি চালিয়ে যাবে।’
রাজধানীর মিরপুরের পল্লবীতে মেট্রোরেল স্টেশনের পিলারে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইমন মোল্লা (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত ১২টার দিকে পল্লবীতে মেট্রোরেল স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার...
১৮ মিনিট আগেবিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
১ ঘণ্টা আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
১ ঘণ্টা আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
১ ঘণ্টা আগে