Ajker Patrika

পশু বেচাকেনায় অতিরিক্ত হাসিল আদায় করা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৩, ১৭: ০৫
পশু বেচাকেনায় অতিরিক্ত হাসিল আদায় করা হলে কঠোর ব্যবস্থা: র‍্যাব

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছে র‍্যাব। আজ সোমবার দুপুরে গাবতলী পশুর হাটে র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এমন হুঁশিয়ারি দিয়েছেন। 

আল মঈন বলেন, ‘কোরবানির হাটগুলোতে হাসিল ঘর রয়েছে। অনেকে প্রতারিত হচ্ছেন, অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগ এসেছে। হাটগুলোতে আমাদের মোবাইল টিম কাজ করছে। অতিরিক্ত হাসিল গ্রহণ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

প্রতিবছরের মতো এবারও র‍্যাব কোরবানির হাটকেন্দ্রিক বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। হাট পরিচালনা কমিটির সঙ্গে সমন্বয় করে তারা কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করেছে। গাবতলী পশুর হাটে এমন দৃশ্য দেখা গেছে। 

মঈন বলেন, কোরবানির হাটে প্রচুর কোরবানির পশু বেচাকেনা হয়। এই কোরবানির পশু বেচাকেনাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম উপায়ে রাসায়নিক দ্রব্য খাইয়ে গরু মোটাতাজাকরণ করে অথবা অস্বাস্থ্যকর গবাদিপশু বিক্রি করেন। এসবের বিরুদ্ধে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায়, ভেটেরিনারি ডাক্তারের সমন্বয়ে র‍্যাব একটি টিম গঠন করে মোবাইল কোর্ট পরিচালনা করছে। বিভিন্ন হাটে এই টিম পর্যবেক্ষণে যাচ্ছে ৷ 

মঈন আরও বলেন, ‘সকাল থেকে গাবতলী হাটেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত আমরা ১৫ জন ব্যবসায়ীকে সতর্ক করেছি। যারা গবাদিপশু এখানে বেচাকেনা করছে। যাদের আনা গবাদিপশু মানসম্মত নয়।

‘কোরবানির হাটকেন্দ্রিক দালাল, অজ্ঞান পার্টি, মলম পার্টি, প্রতারক চক্র ও জাল টাকার কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। গতকাল রাত থেকে হাটকেন্দ্রিক অভিযানে প্রতারণা, ছিনতাইয়ে জড়িত ২০ জনকে আমরা করেছি গ্রেপ্তার করেছি।’

কমান্ডার মঈন বলেন, ‘কোরবানির হাটকেন্দ্রিক প্রচুর টাকার নগদ লেনদেন হয়। যেখানে একশ্রেণির অসাধু ব্যবসায়ী জাল টাকা নিয়ে হাটে আসে, লেনদেনের চেষ্টা করে। এই হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন আমরা র‍্যাব কন্ট্রোল রুমে রেখেছি। আমরা কোরবানির ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিনে ৫০-এর অধিক কারবারিকে আটক করেছি। ৫০ লক্ষাধিক টাকার জাল টাকা জব্দ করা হয়েছে।’ 

সাধারণ ক্রেতা-বিক্রেতাদের উদ্দেশে কমান্ডার মঈন বলেন, ‘আপনারা যাঁরা কোরবানির পশু হাটে ক্রয়-বিক্রয় করবেন, তাঁরা নগদ লেনদেনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নেন, প্রয়োজনে লেনদেনের টাকা জাল কি না—তা মেশিনে জাল টাকা শনাক্ত করুন। এতে আমরা জাল টাকা কারবারিদের আইনের আওতায় আনতে পারব।’ 

হাট থেকে গরু চুরির অভিযোগ সম্পর্কে আল মঈন বলেন, ‘আমরা গরুর হাট থেকে গরু চুরির অভিযোগ পেয়েছি। এসবের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। গতকাল আমরা এই গাবতলী-সাভার রোডে অভিযান পরিচালনা করে ২১ জনকে আটক করেছি। যাদের বিরুদ্ধে গরু ছিনতাই বা গরু নিয়েও টাকা না দেওয়ার অভিযোগ রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত