Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকের পরিচালকের ওপর হামলার প্রতিবাদে কর্মকর্তাদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ৪২
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মোবাইল ব্যাংকিং ‘নগদ’ এর প্রশাসক মুহাম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার দুপুরে মতিঝিলের শাপলা চত্বরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সমানে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এর আগে বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক চত্বরে জড়ো হন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—বাংলাদেশ ব্যাংকের পরিচালক বায়জিদ সরকার, শাহরিয়ার সিদ্দিকী (সহকারী মুখপাত্র), এস্তেকমাল হোসেন এবং অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বলেন, ‘সারা দেশে যে ডেবিল ফোর্স সক্রিয়, তারই ধারাবাহিকতায় নগদ প্রশাসকের ওপর হামলা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।’

অফ সাইট সুপারভিশন বিভাগের পরিচালক বায়জিদ সরকার বলেন, ‘বদিউজ্জামান দিদার হামলার বিষয়ে হুমকি পেয়ে আগেই জিডি করেছিল। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয়নি। এ কারণেই হামলার সাহস পেয়েছে।’

পরিচালক এস্তেকমাল হোসেন বলেন, ‘যেহেতু কর্মকর্তাদের ওপর হামলা হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে আছে।’

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে যাদেরকে প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আর কেউ এ ধরনের পদে যাবে না।’

গতকাল বুধবার বিকেলে বনানীতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (নগদ প্রশাসক) বদিউজ্জামানের গাড়িতে হাতুড়ি হামলা চালায় দুর্বৃত্তরা হামলার ঘটনায় জড়িতদের বিচার দাবি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। দ্রুত সময়ে হামলাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ। এর আগে সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে বিবৃতি দিয়ে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করা হয়।

উল্লেখ্য, নগদের বিরুদ্ধে ২৩০০ কোটি টাকা পাচার, ভুয়া অ্যাকাউন্ট খুলে হাজার কোটি টাকা লেনদেন, হুন্ডিতে জড়িত থাকার অনিয়ম উদ্‌ঘাটন করে নগদ প্রশাসন। দুদকের অভিযানে এসব তথ্য উঠে আসে।

গতকাল সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক রুহুল হক ও তানজির আহমেদের নেতৃত্বে একটি দল নগদে অভিযান পরিচালনা করে। তখন প্রাথমিকভাবে নগদের ১ হাজার ৭০০ কোটি টাকা পাচার ও ৬৪৫ কোটি টাকার ই-মানি সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানান নগদের প্রশাসক মোহাম্মদ বদিউজ্জামান দিদার। দুদক টিম এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই-বাছাই করে দেখবে বলে জানানো হয়।

গত ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন অনিয়মের কারণে গত ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয় কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে প্রশাসক নিয়োগ করা হয়। পাশাপাশি তাঁকে সহায়তার জন্য ব্যাংকের ছয় কর্মকর্তাকে নিযুক্ত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত