Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কেটে নেওয়ার মামলায় গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৫: ৫৪
স্বেচ্ছাসেবক লীগ নেতার কবজি কেটে নেওয়ার মামলায় গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের দুই হাতের কবজি কেটে নেওয়ার ঘটনায় কটিয়াদী থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টার পর রফিকুল ইসলামের ছোট ভাই শফিকুল ইসলাম শরীফ বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। 

এদিকে মামলার পাঁচ আসামিকে গতকাল শুক্রবার রাতে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন রায়খোলা গ্রামের সুরুজ মিয়া (৪৫), মো. শহিদুল ইসলাম (২৪), মামুন মিয়া (৩৬), শাকিব মিয়া (২৪) ও আলামিন (২৬)। 

উপজেলার সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা আহত রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান মিয়ার বড় ছেলে। 

মামলার অপর নামীয় আসামিরা হলেন আবু বক্কর ছিদ্দিক, শাহিন মিয়া, আরমান, সুজন মিয়া, বোরহান, বাচ্চু মিয়া, সাদ্দাম, জসিম, দানিশ মিয়া, কালা মিয়া ওরফে কাইল্যা, রানা মিয়া, জয়নাল, শামীম, আকরাম। তাঁরা সবাই উপজেলার সহশ্রাম-ধূলদিয়া ইউনিয়নের রায়খোলা গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের দুই গ্রাম সতেরদ্রোণ এবং রায়খোলার মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছে। আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময়ে এ দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে। দুই বছর আগে রায়খোলা গ্রামের হুমায়ুন নামের এক ব্যক্তিকে হত্যা করে সতেরদ্রোণ গ্রামের লোকজন। ওই হত্যা মামলার ১ নম্বর আসামি ছিলেন সতেরদ্রোণ গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম নয়ন। নয়নের বাবা শাহজাহান মিয়াও ওই হত্যা মামলার আসামি ছিলেন। পরে অভিযোগপত্র থেকে দুজনের নাম বাদ যায়। 

সতেরদ্রোণ গ্রামের লোকজনের অভিযোগ, ওই হত্যাকাণ্ডের জেরে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে প্রতিপক্ষের লোকজন নয়নকে একা পেয়ে কুপিয়ে দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে রাস্তার পাশে ফেলে রাখেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন। 

আহত নয়নের বাবা শাহজাহান মিয়া বলেন, ‘আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। গতকাল শুক্রবার ভুল করে বর্তমান চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলছিলাম, আসলে কাজটা উনি করাননি। আন্ডারগ্রাউন্ডে থেকে রায়খোলা গ্রামের আলতাফ চেয়ারম্যান কাজটা করাইছে। সে একটা বিশাল বাহিনী বানাইছে। আলতাফ চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলাও আছে।’ 

এ বিষয়ে জানতে রায়খোলা গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলতাফের সঙ্গে যোগাযোগ করা যায়নি। 

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত