Ajker Patrika

জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের কালকিনিতে বিদ্যুতায়িত হয়ে রাব্বি তালুকদার (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাব্বি তালুকদার উপজেলার কালিনগর ফাসিয়াতলার এলাকার মোস্তফা তালুকদারের ছেলে। সে কালিনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল। 
 
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক রাসেল জানান, নিহত রাব্বি সকালে বাবার সঙ্গে ধান খেতে পানি দিতে যায়। সেচ পাম্পে ত্রুটি দেখা দিলে তার বাবা সেটা মেরামতের চেষ্টা করেন। এ সময় রাব্বি পাম্পে হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ জানান, রাব্বি নামে এক স্কুলছাত্রকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত