নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আরেকটি কেন্দ্রের চতুর্দিক থেকে পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির ভোটার উপস্থিতি কমে গেছে।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ধারাবাহিক বিরতিতে এ ঘটনা ঘটে। উপজেলার মদনপুর ইউনিয়নে এজেন্টকে মারধর ও বন্দর ইউনিয়নে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মারধরের শিকার এজেন্টের নাম ফারুক। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের পোলিং এজেন্ট। এ ঘটনার জন্য মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামের অনুসারীদের দায়ী করছেন আনারস প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির জেলা সহসভাপতি মাকসুদ হোসেন।
মাকসুদ হোসেনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে। ওই এজেন্ট বুথে দায়িত্ব পালন করছিলেন। দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের সমর্থক আলীনূর আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। তিনি রাজি না হলে তাঁকে টেনে মারধর করে বের করা হয়। এ সময় তাঁর নাক ও ঠোঁট ফেটে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বুথে পাঠানো হয়েছে।
তবে সেই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুজ্জামান দাবি করেন, আনারস প্রতীকের এজেন্ট ফারুক বাইরে বেরিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতি করেন। এখন সব ঠিকঠাক আছে।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বন্দর ইউনিয়নের কুশিয়ারা হাজী আব্দুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অন্তত ১৩টি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের সামনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের পক্ষে কাজ করা ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। প্রতিবার বিস্ফোরণের পর পুলিশ বাঁশি বাজিয়ে সরিয়ে দিলেও বিরতি নিয়ে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায়। কেন্দ্রটি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের নিজ এলাকায় অবস্থিত।
বিস্ফোরণের বিষয়ে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ওরফে মুকুল বলেন, ‘বিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে ৭ হাজার দুইজন ভোটার রয়েছেন। কেন্দ্রটি আমার বাড়ির পাশে হওয়ায় সেখানে আমার ভোটারই বেশি। দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এম এ রশিদের লোকজন তাঁর ভোটারদের ভয় দেখাতে এসব করে যাচ্ছেন। যদিও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। দোয়াত-কলমের লোকজন তাঁদের পরাজয়ের আঁচ পেয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন।’
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘কেন্দ্রের আশপাশে আমরা কাউকে ভিড় করতে দিচ্ছি না। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘আমরা খবর পেয়েছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি।’
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে মারধরের অভিযোগ উঠেছে। একই সঙ্গে আরেকটি কেন্দ্রের চতুর্দিক থেকে পটকা ফাটানোর ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রটির ভোটার উপস্থিতি কমে গেছে।
আজ বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ধারাবাহিক বিরতিতে এ ঘটনা ঘটে। উপজেলার মদনপুর ইউনিয়নে এজেন্টকে মারধর ও বন্দর ইউনিয়নে পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মারধরের শিকার এজেন্টের নাম ফারুক। তিনি আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের পোলিং এজেন্ট। এ ঘটনার জন্য মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামের অনুসারীদের দায়ী করছেন আনারস প্রতীকের প্রার্থী ও জাতীয় পার্টির জেলা সহসভাপতি মাকসুদ হোসেন।
মাকসুদ হোসেনের প্রধান নির্বাচনী সমন্বয়ক ইকবাল হোসেন বলেন, বেলা ১১টার দিকে মদনপুর ইউনিয়নের কেওডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে। ওই এজেন্ট বুথে দায়িত্ব পালন করছিলেন। দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের সমর্থক আলীনূর আমাদের এজেন্টকে কেন্দ্র থেকে বের হয়ে যেতে বলেন। তিনি রাজি না হলে তাঁকে টেনে মারধর করে বের করা হয়। এ সময় তাঁর নাক ও ঠোঁট ফেটে যায়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বুথে পাঠানো হয়েছে।
তবে সেই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুজ্জামান দাবি করেন, আনারস প্রতীকের এজেন্ট ফারুক বাইরে বেরিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে হাতাহাতি করেন। এখন সব ঠিকঠাক আছে।
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত বন্দর ইউনিয়নের কুশিয়ারা হাজী আব্দুল মালেক উচ্চবিদ্যালয় কেন্দ্রে অন্তত ১৩টি পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রের সামনে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ রশিদের পক্ষে কাজ করা ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। প্রতিবার বিস্ফোরণের পর পুলিশ বাঁশি বাজিয়ে সরিয়ে দিলেও বিরতি নিয়ে ফের বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায়। কেন্দ্রটি চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান মুকুলের নিজ এলাকায় অবস্থিত।
বিস্ফোরণের বিষয়ে চিংড়ি মাছ প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান ওরফে মুকুল বলেন, ‘বিদ্যালয়ের মোট তিনটি কেন্দ্রে ৭ হাজার দুইজন ভোটার রয়েছেন। কেন্দ্রটি আমার বাড়ির পাশে হওয়ায় সেখানে আমার ভোটারই বেশি। দোয়াত-কলম প্রতীকের প্রার্থী এম এ রশিদের লোকজন তাঁর ভোটারদের ভয় দেখাতে এসব করে যাচ্ছেন। যদিও সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। দোয়াত-কলমের লোকজন তাঁদের পরাজয়ের আঁচ পেয়ে ভোটারদের ভয় দেখাচ্ছেন।’
নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘কেন্দ্রের আশপাশে আমরা কাউকে ভিড় করতে দিচ্ছি না। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘আমরা খবর পেয়েছি, এখন ঘটনাস্থলে যাচ্ছি।’
পুলিশি হেফাজত থেকে যুবক পালিয়ে যাওয়ার ঘটনায় আজ বুধবার বরিশাল স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির দুই কর্মকর্তাসহ চারজনকে প্রত্যাহার করা হয়েছে। কর্মকর্তারা হলেন উপপরিদর্শক (এসআই) রেজা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। বাকি দুজন কনস্টেবল।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিহত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫)। আজ বুধবার রাত সোয়া ১০টার দিকে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সরাতৈল গ্রামে সরাতৈল মাদ্রাসা মাঠে জানাজা হয়। পরে তাঁকে দাফন করা হয় পাশের জান্নাতুল বাকি...
১ ঘণ্টা আগেশিক্ষার মান উন্নয়নে শিল্প খাতের মতামত জরুরি উল্লেখ করে বিশিষ্টজনেরা বলেছেন, শিক্ষার সঙ্গে শিল্প ও চাকরির প্রয়োজনীয়তার মধ্যে বড় একটি ব্যবধান রয়েছে। তাই পাঠ্যক্রম উন্নয়ন, হাতে-কলমে শেখার সুযোগ ও ক্যারিয়ার গাইডেন্সের গুরুত্বপূর্ণ। রাজধানীর ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে...
১ ঘণ্টা আগেসাম্য খুনের ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বলছে, তিনজনই মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানে গিয়েছিলেন মাদক সেবন করতে। এ সময় মোটরসাইকেল ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তাঁরা সাম্যকে ছুরিকাঘাতে....
১ ঘণ্টা আগে