Ajker Patrika

নারীকে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৬: ৫৪
মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত
মনোয়ার হোসেন ডিপজল। ছবি: সংগৃহীত

অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল ও তাঁর পিএস মো. ফয়সালের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে বাদী হয়ে এ মামলা করেন ৩৫ বছর বয়সী ওই নারী।

বাদীর জবানবন্দি লিপিবদ্ধ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত। বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন রাজধানীর গাবতলীতে কোরবানির গরুর হাটে অভিনেতা ডিপজলের আগমনের কথা শুনে তাঁর ভক্ত হিসেবে দেখা করতে গিয়েছিলেন ওই নারী। তখন ডিপজল তাঁর পিএসকে বলেন, ‘এই মহিলা এখানে কীভাবে ঢুকল, বের কর এখান থেকে।’

পরে ডিপজলের পিএস ফয়সালসহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন বাদীকে শারীরিকভাবে হেনস্তা ও মারধর করে রশি দিয়ে টেনে বের করে দেওয়ার চেষ্টা করেন। আহতাবস্থায় ওই নারী বলেন, ‘আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেব।’

তখন পিএস বলেন, ‘ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবেন। ওকে এভাবে মারলে মনের জিদ কমবে না।’ পিএসের নির্দেশে একজন অ্যাসিড নিয়ে আসেন। সেই অ্যাসিড নারীটির ঘাড়ের দিকে ঢেলে দেওয়া হয়।

পরে ৪ জুন থেকে ১১ জুন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নেন ওই নারী। এ ঘটনায় গত ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস কল দিয়ে মামলা না করার জন্য হুমকি দেন বলে উল্লেখ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার কণ্ঠ নকল করে প্রতারণা, এক হিসাবে ২৬ কোটি টাকা

‘ইসরায়েলে টানা ২ বছর হামলা চালালেও ইরানের সক্ষমতা শেষ হবে না’

কক্সবাজার সমুদ্রসৈকতে তলিয়ে গেছেন চবির ৩ শিক্ষার্থী, একজনের লাশ উদ্ধার

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

দল বেঁধে রাতে বাসায় ঢুকে বলে, ‘তুই আওয়ামী লীগ করিস, বাঁচতে হলে ২০ লাখ টাকা দে’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত