Ajker Patrika

হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫১
হাজি সেলিমের ১০ বছরের সাজা বহাল

অবৈধ সম্পদ অর্জনের মামলায় ১০ বছরের কারাদণ্ড বহাল রেখে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার হাইকোর্ট এই রায় প্রকাশ করেন। এই মামলায় হাজি সেলিমকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, ১০ বছরের সাজা বহাল থাকায় হাজি সেলিমের সংসদ সদস্য পদ থাকবে না। 

এর আগে গত বছরের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। তবে তিন বছরের দণ্ড থেকে খালাস দেওয়া হয় তাঁকে। 

এই মামলায় হাজি সেলিমের স্ত্রী গুলশান আরার করা আপিলটি তাঁর মৃত্যু হওয়ায় বাদ দেওয়া হয়েছে। তবে প্রয়াতের নামে থাকা যেসব সম্পদ রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছিল, তা বলবৎ থাকবে। হাজি সেলিমের স্ত্রী গুলশান আরা গত ৩০ নভেম্বর মৃত্যুবরণ করেছেন। মামলায় হাজি সেলিম জামিনে ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত