ডেস্ক রিপোর্ট
রাজধানীর টঙ্গী এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত নারীর মৃত্যু হয়েছে। তাঁর ভাড়াবাড়ির পাশে তিনি এ দুর্ঘটনার শিকার হন। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তর দিকে হোম আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী গরমের কারণে বাতাসের আশায় বাড়ির বাইরে বের হয়ে থাকতে পারেন।
নিহত ওই নারীর নাম আলেয়া বেগম (৩৫)। ঘটনাস্থলের পাশে রেলওয়ে স্টেশন এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানি শাহিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আনুমানিক সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে একটা লাইনে চিটাগাং মেইল ট্রেন দাঁড়ানো ছিল। আরেকটা লাইনে ঢাকাগামী একটা ট্রেন আসছিল। ওই সময় আলেয়া বেগম লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ঢাকাগামী ট্রেনটির ধাক্কায় উনি আরেকটা লাইনে ছিটকে পড়েন। তখন তিনি গুরুতর আহত হন। সেখান থেকে আমরা তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার। তিনি জানান, আনুমানিক রাত সাড়ে ১২টায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী অগ্নিবীণা আন্তনগর ট্রেনের ধাক্কা লেগে আলেয়া বেগম নামের ওই নারী মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত টঙ্গী শহীদ আহসানউল্লাহ সরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাঁকে ঢামেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাজধানীর টঙ্গী এলাকায় ট্রেনে কাটা পড়ে আহত নারীর মৃত্যু হয়েছে। তাঁর ভাড়াবাড়ির পাশে তিনি এ দুর্ঘটনার শিকার হন। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশনের উত্তর দিকে হোম আউটার সিগনালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, নিহত ওই নারী গরমের কারণে বাতাসের আশায় বাড়ির বাইরে বের হয়ে থাকতে পারেন।
নিহত ওই নারীর নাম আলেয়া বেগম (৩৫)। ঘটনাস্থলের পাশে রেলওয়ে স্টেশন এলাকায় সপরিবারে ভাড়া থাকতেন তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় দোকানি শাহিন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আনুমানিক সাড়ে ১২টা থেকে পৌনে ১টার দিকে একটা লাইনে চিটাগাং মেইল ট্রেন দাঁড়ানো ছিল। আরেকটা লাইনে ঢাকাগামী একটা ট্রেন আসছিল। ওই সময় আলেয়া বেগম লাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। ঢাকাগামী ট্রেনটির ধাক্কায় উনি আরেকটা লাইনে ছিটকে পড়েন। তখন তিনি গুরুতর আহত হন। সেখান থেকে আমরা তাঁকে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জয়নব আক্তার। তিনি জানান, আনুমানিক রাত সাড়ে ১২টায় দুর্ঘটনাটি ঘটে। ঢাকাগামী অগ্নিবীণা আন্তনগর ট্রেনের ধাক্কা লেগে আলেয়া বেগম নামের ওই নারী মাথায় আঘাতপ্রাপ্ত হন এবং তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত টঙ্গী শহীদ আহসানউল্লাহ সরকারি মেডিকেল কলেজে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে তাঁকে ঢামেকে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
টাঙ্গাইলের নন্দীর বেতকা নিবাসী সৈয়দা শাহানা কায়সার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
৫ মিনিট আগেমে দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জের নবীগঞ্জে সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ জামিল মিয়া নামের এক হামলাকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার উপজেলার তিমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেমহান মে দিবসসহ সরকারি তিন দিনের ছুটিতে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় ভিড় করেছেন পর্যটকেরা। বুকিং রয়েছে কুয়াকাটার ৯০ শতাংশ হোটেল–মোটেল। বিক্রি বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে।
২৯ মিনিট আগেময়মনসিংহের মুক্তাগাছায় শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ১ নম্বর দুল্লা ইউনিয়নের হরিরামপুরে এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে