Ajker Patrika

ফরিদপুরে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৩: ৪৮
ফরিদপুরে কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ফরিদপুরের মাচ্চর ইউনিয়নে খেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক কিশোরের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়ার গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি পড়াশোনার খরচ জোগাতে অটোরিকশা চালাত।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাব্বির। পরে রাতে বাড়িতে না ফেরায় পরিবার-পরিজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। আজ সকালে স্থানীয়রা একটি খেতে সাব্বিরের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস বলেন, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। গতকাল সকালে বাসা থেকে বের হয় সাব্বির। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সাব্বিরের চাচা আরও বলেন, আমাদের কোনো শত্রু নাই। কে বা কারা সাব্বিরকে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে গেছে।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত