শরীয়তপুর প্রতিনিধি
বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।
বাংলা লোকনাথ পঞ্জিকা মেনে আজ পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা। শুক্রবার সকাল ১০টায় সুরেশ্বর দরবার শরিফের মাঠে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে তাঁরা ঈদ উদ্যাপন শুরু করেন।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামাতে অংশগ্রহণ করেন।
সুরেশ্বর দরবার শরিফের খাদেম মনসুর আলী মৃধা জানান, সৌদি আরব বা অন্য কোনো দেশের নিয়মকানুন সুরেশ্বর দরবার শরিফের মুরিদেরা অনুসরণ করেন না। তাঁরা সব সময় লোকনাথ পঞ্জিকা ফলো করেন এবং সেই অনুযায়ী রোজা রাখেন ও ঈদ উদ্যাপন করে থাকেন। বাংলা লোকনাথ পঞ্জিকার সঙ্গে আরবি মাস ও চাঁদের হিসাবের মিল রয়েছে বিধায় তাঁরা প্রতিবছর লোকনাথ পঞ্জিকা মেনে রোজা ও ঈদ পালন করেন।
মনসুর আলী জানান, লোকনাথ পঞ্জিকা মেনে আজ শুক্রবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন সুরেশ্বর দরবার শরিফের প্রায় ১০ লাখ মুরিদ। সুরেশ্বর দরবার শরিফের মাঠে সকাল ১০টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের গদিনশিন পীর সৈয়দ কামাল নূরীর ভাই সৈয়দ বেলাল নূরী। নামাজ শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করবেন পীর সৈয়দ কামাল নূরী। বিভিন্ন স্থান থেকে আগত কয়েক শ মুরিদ ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের মুরিদেরা ঈদের নামাজ পড়ে ঈদ পালন করছেন।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে (ক্যাম্প) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নারী সদস্যকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটকের চেষ্টা করলে রোহিঙ্গা যুবকদের সঙ্গে পুলিশ সদস্যদের হাতাহাতি হয়। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে
৭ মিনিট আগেভোলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার শ্রমিকের মধ্যে সংঘর্ষের জেরে জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে করে আজ সোমবার সকাল থেকে অভ্যন্তরীণ পাঁচ পথে বাস চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
১০ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদে ওসির নাম করে বিধান মৃধা নামের এক দোকানির কাছ থেকে দশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে মো. মনির হোসেন নামের এক সাবেক ইউপি সদস্যর বিরুদ্ধে। মনির হোসেন উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের শেহাংগল গ্রামের বাসিন্দা। ওই ভুক্তভোগী একই ইউনিয়নের জুলুহার গ্রামের বাসিন্দা।
২৪ মিনিট আগেসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যাটারিচালিত ভ্যান উল্টে ইশরাত জাহান (১৭) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩১ মিনিট আগে